২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ইউক্রেনের সীমান্ত এলাকায় সামরিক আইন জারি

ইউক্রেনের সেনাবাহিনী -

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বুধবার দেশটির সীমান্ত এলাকায় জারি করার লক্ষে সামরিক আইনে স্বাক্ষর করেছেন। রাশিয়া কিয়েভের নৌবাহিনীর তিনটি জাহাজ ও ২৩ জন নাবিক আটকের জের ধরে ইউক্রেন এই সামরিক আইন জারি করে।

সিভইয়াতুস্লভ সেগুলকো নামের একজন মুখপাত্র ফেসবুকে এক বার্তায় একথা জানিয়ে বলেন, সোমবার ইউক্রেন পার্লামেন্ট প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকোকে আগামী ৩০ দিনের জন্য দেশটির সীমান্ত এলকায় সামরিক আইন জারির পক্ষে ভোট দেয়।


আরো সংবাদ



premium cement