লুৎফর-অবন্তী সিঁথির কণ্ঠে এবার ‘তুমি রইলা দূরে’
- বিনোদন প্রতিবেদক
- ০৮ জুলাই ২০২৪, ০০:০৫
২০১২ সালের ২১ অক্টোবর গীতিকার, সুরকার, গায়ক লুৎফর হাসান ও গায়িকা অবন্তী সিঁথির কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘কেমন আছো বন্ধু তুমি’ গানটি। গানটির কথা ও সুর লুৎফর হাসানের। সঙ্গীতায়োজন করেছিলেন আমজাদ হোসেন। এই গান সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এখনো এই গান দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করছেন। লুৎফর হাসানের এই গান অন্য যেকোনো গান থেকে সহজেই আলাদা করা যায় গানের কথা, সুর ও গায়কীর কারণে। দুই বছরেরও বেশি সময় পর আবারো লুৎফর হাসান ও অবন্তী সিঁথি নতুন একটি গানে কণ্ঠ দিবেন। গানের শিরোনাম ‘তুমি রইলা দূরে’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন শান সায়েক। গানটি প্রসঙ্গে শান সায়েক বলেন, ‘লুৎফর ভাই ও অবন্তী সিঁথির কণ্ঠের কেমন আছো বন্ধু তুমি গানটি শ্রোতা দর্শকের ভালো লাগার একটি গান। তারা দু’জনই নতুন করে তুমি রইলা দূরে গানটি গাইবেন। দু’জনই গুণী শিল্পী। দু’জনের গানের প্রতি দর্শকের ভালোলাগা ভালোবাসা রয়েছে। তার প্রমাণ মিলেছে কেমন আছো বন্ধু তুমিতে। আমার বিশ^াস এই গানও শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ ভালোলাগার সৃষ্টি করবে। এই গানের সঙ্গীতায়োজক হিসেবে আমি ভীষণ আশাবাদী। লুৎফর ভাই এবং অবন্তী সিঁথির জন্য শুভ কামনা রইলো।’ অবন্তী সিঁথি বলেন, ‘এরই মধ্যে এই গান যে গাইবো ঘোষণা দিয়েছি। তবে দু-এক দিনের মধ্যে ভয়েজ দেবো। এই গানটিরও কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ^াস এই গানও দারুণ সাড়া ফেলবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা