১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অপেক্ষায় থেকে অবশেষে স্টেজ শো’তে টুসি

-

নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুসি সেরাকণ্ঠ ২০২৩’-এ আসার আগেই একজন শিল্পী হিসেবে নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ‘সেরাকণ্ঠ ২০২৩’এ বিচারকদের রায় এবং দর্শকের ভোটে তিনি ফাইনালিস্ট-এ আসেন। কিন্তু এখন পর্যন্ত গ্র্যান্ড ফিনালে না হওয়ায় কোনোরকম স্টেজ শো করা থেকে নিজেকে বিরতই রেখেছিলেন তিনি। কিন্তু এরই মধ্যে টুসি স্টেজ শো’তে পারফর্ম করা শুরু করেছেন। এরই মধ্যে টুসি কুমিল্লা ও নারায়ণগঞ্জে দুটি ভিন্ন শো’তে সঙ্গীত পরিবেশন করেছেন। টুসি জানান, সামনেও কিছু শো আছে তার। টুসি বলেন, ‘সত্যি বলতে কি একজন শিল্পীর ভীষণ ভালোলাগার জায়গাই হলো স্টেজ শো। কারণ সেখানে সরাসরি শ্রোতা দর্শকের কাছ থেকে রেসপন্সটা পাওয়া যায়। শিল্পী হিসেবে আমি এখনো শিক্ষানবিস। প্রতিনিয়তই নিজেকে গানে অধ্যাবসায়ে রাখছি। সেরাকণ্ঠের প্রকল্প প্রধান এবং প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন স্যার বলেছেন, শিগগিরই গ্র্যান্ড ফিনালে হবে। তবে তার আগে শো করা যেতে পারে।


আরো সংবাদ



premium cement