১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাজল রেখার জন্য মন্দিরার হাতে প্রথম সম্মাননা

কাজল রেখার জন্য মন্দিরার হাতে প্রথম সম্মাননা -

গেলো রোজার ঈদে মুক্তি পেয়েছিল মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম সিনেমা কাজল রেখা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটি মুক্তির পর সিনেমাতে ‘কাজল রেখা’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন। এরই মধ্যে ক’দিন আগেই আমেরিকা গিয়েছেন মন্দিরা। সেখানে মূলত মন্দিরা তিনটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই গিয়েছেন। এর মধ্যে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। সেখানে তিনি ‘কাজল রেখা’ সিনেমাতে অভিনয়ের জন্য পপুলার ক্যাটাগরিতে বেস্ট অ্যাকট্রেস হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন। আমেরিকা থেকে মন্দিরা চক্রবর্তী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ কাজল রেখা সিনেমাতে আমার অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। আবার যারা আমার কাছের মানুষ এবং শিল্পীসহ আরো অনেকেই কাজল রেখাতে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। প্রথম সিনেমাতে অভিনয় করে আমি দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তাতে শিল্পী হিসেবে আমি ধন্য। দর্শকের ভালোবাসা, রেসপন্স প্রতি মুহূর্তেই আমাকে মুগ্ধ করেছে। তবে এবারের বিষয়টি একেবারেই আলাদা। এর আগেও আমি সম্মাননায় ভূষিত হয়েছি। তবে এবারই প্রথম আমি কাজল রেখা সিনেমাতে অভিনয়ের জন্য বেস্ট অ্যাকট্রেস হিসেবে সম্মাননা পেয়েছি। সম্প্রতি আমেরিকাতে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানের সংশ্লিষ্ট সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি কাজল রেখার জন্য প্রথম এই সম্মাননাপ্রাপ্তি দর্শককে উৎসর্গ করলাম। কারণ দর্শকের ভালোবাসার কারণেই আমি আজকের মন্দিরা। দর্শকের ভালোবাসা পাবার জন্যই আমি আগামীতে আরো ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করে যেতে চাই।’


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা নাফনদীর নিষেধাজ্ঞা প্রত্যাহার : স্বস্তি ফিরেছে সেন্টমার্টিনে আফ্রিকায় এবার ভয়াবহ ব্লিডিং আই ভাইরাসের হানা প্রথম দফায় ১৮ হাজার ভারতীয়কে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প! প্রতিদিন সকালে মোরগ কেন ডাকে?

সকল