১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাটকে ইয়াশ রোহানের সঙ্গে দর্শনা বণিক

নাটকে ইয়াশ রোহানের সঙ্গে দর্শনা বণিক -

কলকাতার দর্শনা বণিক তার বাংলাদেশ সফর কেবল সিনেমার অভিনয়ে আবদ্ধ রাখতে চাইছেন না। এবার তিনি অভিনয় করেছেন ঢাকার নাটকে। ‘ইতিবৃত্ত’ শিরোনামের নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকার অভিনেতা ইয়াশ রোহান। নাসির খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। ‘ইতিবৃত্ত’ প্রকাশ হয়েছে ইউটিউবে।
পরিচালক রিংকু বলেন, ‘ভালো সাড়া পাচ্ছি। নাটক দেখার পর প্রশংসা করে অনেকে সোশ্যাল মিডিয়ায় কাজটি নিয়ে কথা বলছেন। অনেকে রিভিউ দিচ্ছে। রোশানের সঙ্গে দর্শনা বণিকের উপস্থিতি, সব মিলিয়ে ভালো কিছুই হয়েছে।’
মাদকে আসক্ত বৃত্ত নামের এক তরুণ এবং তার প্রেমিকা ইতির প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘ইতিবৃত্ত’। বৃত্তকে সব কিছুর বিনিময়ে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান ইতি। বৃত্ত যখন সুস্থ হওয়ার পথে, তখন দুই পরিবারের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ইতি ও বৃত্তের পাওয়া, না পাওয়া ভালোবাসার গল্প নিয়ে এগিয়ে চলে নাটকটি।


আরো সংবাদ



premium cement

সকল