১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্কার কমিটিতে রাজামৌলি ও লিলি গ্ল্যাডস্টোন

-

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স (এএমপিএএস) বিশ্বব্যাপী পরিচিত ‘দ্য একাডেমি’ হিসেবে। চলচ্চিত্র জগতের বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘অস্কার’ দেয়া হয় এখান থেকেই। সম্প্রতি সেখানে সদস্য হিসেবে যোগ দেয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ৪৮৭ জনের কাছে। যারা আমন্ত্রণ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভারতীয় পরিচালক এসএস রাজামৌলি ও অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোনের নাম। নতুন সদস্যরা যুক্ত হলে আগামী বছর অস্কারের সদস্য সংখ্যা দাঁড়াবে ১০ হাজার ৯১০ জনে। তাদের মধ্যে ৯ হাজার ৯৩৪ জন ভোট দিতে পারবেন ২০২৫ সালের ৯৭তম অস্কারের আসরে। এবার অস্কারে নতুন করে ৪৪ শতাংশ নারীকে আমন্ত্রণ জানানো হয়েছে, যা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। আমন্ত্রণ পাওয়াদের মধ্যে ৪১ শতাংশ নৃতাত্ত্বিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সদস্যও রয়েছেন, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। অভিনেতা, পরিচালক, কস্টিউম ডিজাইনার, নির্বাহী পরিচালক, মেকআপ আর্টিস্ট বিভাগগুলোয় পুরুষের চেয়ে নারী সদস্যের সংযুক্তি বেশি। তবে পরিচালক, অভিনেতা, প্রামাণ্যচিত্র ও লেখক বিভাগে বেশি সংযুক্তি ঘটেছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর। আদি আমেরিকান বংশোদ্ভূত লিলিও তাদেরই অংশ। এর আগে কান উৎসবেও বিচারকের আসনে বসেন লিলি। তার আগে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ পুরস্কৃত হন। মার্টিন স্করসেসির পরিচালনায় এতে লিওনার্দো ডিক্যাপ্রিওর পাশাপাশি অনবদ্য অভিনয়ের সুবাদে অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে প্রথম আদিবাসী আমেরিকান হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েন তিনি। সে সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হতে যাচ্ছে ৩৭ বছর বয়সী এ তারকার। এ দিকে রাজামৌলির পেছনেও রয়েছে সফলতার ভিন্ন ইতিহাস। তেলেগু ছবির ইতিহাসে নজির গড়েছে এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’। গোল্ডেন গ্লোবসের মঞ্চে মিলেছে সেরা বিদেশী ভাষার সিনেমার সম্মান।


আরো সংবাদ



premium cement
হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান যশোরের শার্শায় ৩০০ বিঘা সরকারি জমি উদ্ধার

সকল