প্রকাশ পেল শ্রাবণীর সিনেমার গান ‘জানরে’
- বিনোদন প্রতিবেদক
- ২৭ জুন ২০২৪, ০০:০৫
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল মো: ইকবাল পরিচালিত ‘ডে বডি’ সিনেমাটি। এই সিনেমাতেই প্লে-ব্যাক করেছিলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী। ‘জানরে’ শিরোনামের শ্রাবণীর গাওয়া গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর। গানটির কম্পোজ করেছেন এফ এ প্রীতম। এতে শ্রাবণীর সহশিল্পী হিসেবে আছেন প্রীতম কুমার। সিনেমায় গানটিতে লিপসিং করেছেন শ্যামল মাওলা ও মিষ্টি জাহান। গানটি প্রকাশের পর থেকেই শ্রাবণী বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানান। শ্রাবণী বলেন, সিনেমার গানের জন্য যে এত বেশি সাড়া মিলে এটা অন্যদের ক্ষেত্রে দেখে এসেছি সবসময়। এখন নিজের গানের জন্য সাড়া পেয়ে বুঝতে পারছি আসলে সিনেমার গানের বিষয়টাই আলাদা। গানটির জন্য প্রতিদিনই বেশ প্রশংসা পাচ্ছি। কাছের মানুষেরা তো ভালো বলছেন, পাশাপাশি চিনি না জানি না এমন অনেকেই গানটির জন্য বেশ প্রশংসা করছেন। গানের কথা, সুর এবং এতে আমাদের গায়কী নিয়ে ভীষণ প্রশংসা করছেন। আমি বেশ উৎসাহ পাচ্ছি। আগামীতে আরো ভালো ভালো সিনেমায় প্লে-ব্যাক করার স্বপ্ন আমার। এ দিকে ঈদের পরপরই স্টেজ শোতে অংশ নিয়েছেন শ্রাবণী। রংপুরের পীরগাছার সাত দরগা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অর্ধশত প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে গান গেয়ে মুগ্ধ করেছেন শ্রাবণী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা