১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিটিভির নাটকে সুমী, শিরীন ও শশী

বিটিভির নাটকে সুমী, শিরীন ও শশী -

বাংলাদেশ টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটকে ‘দক্ষিণের সমীকরণ’ অভিনয় করছেন শিরীন আলম, শাহানা রহমান সুমী ও শারমীন জোহা শশী। শিরীন আলম ধারাবাহিকটিতে অভিনয় করছেন জোহরা চরিত্রে, সুমী অভিনয় করছেন রতœা চরিত্রে এবং শশী অভিনয় করছেন উদিতা চরিত্রে। এরই মধ্যে ধারাবাহিকটি দর্শকের মধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। শিরীন আলম বলেন, ‘দক্ষিণের সমীকরণ ধারাবাহিকটি আমার এই সময়ে করা বেশ কয়েকটি ধারাবাহিকের মধ্যে ভীষণ প্রিয়। ধারাবাহিকটির ইউনিটটি বেশ চমৎকার। কোনো রকম তাড়াহুড়া নেই। বেশ যতœ নিয়ে পরিচালকসহ সবাই কাজ করছেন। আর এতে অভিনয়ের জন্যও আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। বিটিভির নাটক এখনো যে অনেক অনেক দর্শক দেখেন এই ধারাবাহিকে অভিনয় করে আবারো প্রমাণ পেলাম। শাহানা রহমান সুমী বলেন, গল্প খুবই সুন্দর। আর কাজটি করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। চরিত্র সিলেকশন ছিল এককথায় দুর্দান্ত। ডিরেক্টর খুবই মনোযোগী ছিলেন অভিনয়ের ব্যাপারে। অনেক দর্শকের ভালো রেসপন্স পাচ্ছি। রেসপন্স পাচ্ছি বলেই বুঝতে পারছি যে, নাটকটি অনেক দর্শকই দেখছেন। শারমীন জোহা শশী বলেন, শিরীন আপা, সুমী আপা আমার ভীষণ প্রিয় দু’জন মানুষ, প্রিয় দু’জন শিল্পী। তাদের সাথে একই ধারাবাহিকে কাজ করতে পারার মধ্যে ভীষণ আনন্দ কাজ করে আমার ভেতর। সত্যি বলতে কী, সহশিল্পী প্রাণের মানুষ হলে কাজও অনেক ভালো হয়। আর এই ধারাবাহিকের উদিতা চরিত্রটি আমার ভীষণ পছন্দের। আমি চেষ্টা করছি যথাযথভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। দক্ষিণের সমীকরণ ধারাবাহিক নাটকটি রচনা ও পরিচালনা করছেন সঞ্জয় কান্ত। বিটিভিতে প্রতি সপ্তাহে তিন দিন এই ধারাবাহিক নাটকটি প্রচার হচ্ছে।


আরো সংবাদ



premium cement