১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদে এগিয়ে শাকিব খানের তুফান অন্যগুলো কেমন চলছে

-

ঈদের ছুটিতে খাওয়া-দাওয়া, হই-হুল্লোড় আমোদ-প্রমোদে ব্যস্ত মানুষ। এরই মধ্যে চিত্তবিনোদনের জন্য মানুষ পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে চলে যান সিনেমা হলে। সারা বছর কর্মব্যস্ততার কারণে হলে সিনেমা দেখা না হলেও ঈদে যেন এ সুযোগ হাতছাড়া করতে চান না সিনেমাপ্রিয় দর্শকরা। তাই এবারো ব্যতিক্রম হয়নি। মুক্তি পাওয়া সিনেমা থেকে দর্শক নিজের মতো পছন্দ করছেন সিনেমা।
এ ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’, রাশিদ পলাশ নির্মিত ‘ময়ূরাক্ষী’, মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’, এমডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ও সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। মুক্তি পাওয়ার আগেই তুফান নিয়ে দর্শকের মধ্যে তুমুল আগ্রহ ছিল। ফলে দর্শকের উপস্থিতি উপচে পড়ছে সিনেমা হলগুলোয়। সিনেপ্লেক্সের শো বাড়িয়েছে।
ঈদে শাকিব খানের সিনেমা মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা। যে উন্মাদনা এবারের ঈদুল আজহায় আরো তুমুলভাবে দেখা গেল। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ ছবিতে শাকিব খানকে শান্ত ও তুফান দুই চরিত্রে দেখতে পাচ্ছেন। অ্যাকশন ধাঁচের এ সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। সিনেমার প্রতিটি দৃশ্যেই যেন এ নায়কের অ্যাকশন মুডের সরব উপস্থিতি; যা দর্শকদের বাড়তি উন্মাদনা দিয়েছে। শহর ও গ্রামের হলগুলোয় দর্শকদের উপচে পড়া ভিড় ঈদের দিন থেকেই দেখা যাচ্ছে। গায়ে ‘তুফান’-এর পোস্টার সংবলিত টি-শার্টে মিছিল করতে করতে ভক্তরা হলে এসেছেন সিনেমা দেখতে। রাজধানীর মধুমিতা হলে তো ব্যান্ড পার্টি নিয়েও সিনেমা দেখতে এসেছেন ভক্তরা। সিনেমা হল থেকে বের হয়ে উচ্ছ্বাসের যেন কমতি ছিল না তাদের মধ্যে। প্রিয় নায়ককে এমন লুকেই যেন দেখার প্রত্যাশা ছিল তাদের দীর্ঘদিনের।

রাজধানীর বাইরে জেলা-উপজেলা শহরের হলগুলোতেও উপচে পড়া দর্শকদের ঢল দেখা গেছে। অন্যদিকে ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’ একচেটিয়া ব্যবসা করছে। এ সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙে বাংলা সিনেমায় নতুন নজির স্থাপন করছে যেন। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ জানান, ‘২০ বছরের সব রেকর্ড ব্রেক করে ‘তুফান’ সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭ শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এ সিনেমায় আরো আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।
তুফান নিয়ে দর্শকের আগ্রহ ও সিনেমার বর্তমান অবস্থা নিয়ে পরিচালক রায়হান রাফি নয়া দিগন্তকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, তুফান নিয়ে আমরা যা প্রত্যাশা করেছিলাম, তার থেকে অনেক বেশি পাচ্ছি। বুধবার সিনেপ্লেক্সের শো বাড়িয়েছে। একই দিনে ৪৮টা শো, এটা বাংলা সিনেমার জন্য রেকর্ড। আজকে আরেকটি রেকর্ড হলো যমুনা ব্লক বাস্টারে একই দিনে সকাল থেকে রাত পর্যন্ত ১৪ বার প্রদর্শিত হবে তুফান। এটা ব্লকবাস্টার আর কোনো দিন করে নাই।’

মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও ভালো করছে তুফান। এ নিয়ে রাফি বলেন, ‘দেশের অন্য সিঙ্গেল স্ক্রিনগুলো হাউজফুল যাচ্ছে। কিছু সিঙ্গেল স্ক্রিন দর্শকের চাপে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত শো চালু করতে বাধ্য হয়েছে, তার পরেও দর্শক সামাল দিতে পারছে না। এই যে দর্শকের সাড়া, এটা কিন্তু আমরা বাংলা সিনেমায় আগে দেখিনি। দর্শক যখন হল থেকে বের হচ্ছে মিছিলের মতো বের হচ্ছে। হলের মধ্যে মানুষ নাচতেছে, গাইতেছে এবং দর্শক বলছে যে আমরা যা প্রত্যাশা করেছিলাম তার শতভাগ পেয়েছি তুফানে।’
রায়হান রাফি আশা প্রকাশ করেন, তুফানের তাণ্ডব আরো বাড়বে এবং তুফান থেকে সাইক্লোনে পরিণত হবে ।
এদিকে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোও দর্শক পাচ্ছে। ময়ূরাক্ষীর পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘ময়ূরাক্ষী বেশ ভালো চলছে। আমরা এর থেকে বেশি প্রত্যাশা করি নাই। আমরা ময়ূরাক্ষী নিয়ে উৎসবের অংশ হতে চেয়েছিলাম, আমরা সেখানেই আছি। আমরা জানি, আস্তে আস্তে ময়ূরাক্ষী গোটা দেশে ছড়িয়ে পড়বে। আগামী শুক্রবার থেকে ময়ূরাক্ষী আরো হল পাবে। এর পরের সপ্তাহে আরো বাড়বে।’

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার শিক্ষানুরাগী এস এম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র! ইতিহাসের প্রথম : ৪০০ বিলিয়ন ডলারের মালিক মাস্ক ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে সাড়ে ৩ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ভারতীয় মিডিয়াতে ইসকনের ওপর হামলার খবর ভুয়া : সিএ প্রেস উইং ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দুর্নীতি তদন্তে অগ্রাধিকার পাবে

সকল