নিউইয়র্কে পুরস্কৃত সায়মা করিম
- বিনোদন প্রতিবেদক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
সায়মা করিম ইতোমধ্যে তার পাপেট ও মাপেট নিয়ে বেশ আলোচিত হয়েছেন। বিটিভিতে প্রচারিত সিসিমপুরের তিতলি চরিত্রটি তার কারণেই আলাদা করে সবার মনে জায়গা করে নিয়েছে। সায়মা নিজেই এই পাপেটটির পরিচালনা করেন এবং কণ্ঠ দেন। তার সাফল্যের ধারাবাহিকতায় এবার সায়মা পাপেট তিতলি নিয়ে আবার পুরস্কৃত হলেন নিউইয়র্কের ম্যানহাটনের ‘লানজ-তৃতীয় বার্ষিক-থিয়েটার ফেস্টিভাল’-এ। ‘লানজ-এনওয়াইসি’ যুক্তরাষ্ট্রের একটি নন-প্রফিট আর্টিস্ট অর্গানাইজেশন। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থিয়েটার ফ্যাস্টিভালের আয়োজন করে এবং থিয়েটারের বিভিন্ন ক্ষেত্রে যারা অনবদ্য অবদান রেখে সেরা হয় তাদেরকে ‘লানজ’ পুরস্কৃত করে। সম্প্রতি এই পুরস্কার সায়মা করিমের হাতে তুলে দেন লানজের পরিচালক। অনুষ্ঠানে সায়মা করিমের পরিচালনায় ‘দ্য নটি টাইগার’ প্রদর্শিত হয়। এতে সায়মা করিমের প্রযোজনাটি বেশ প্রশংসিতও হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা