১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈদে বিটিভিতে তারকাবহুল চার নাটক

-

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে তারকাবহুল তিনটি একক ও একটি চার পর্বের ধারাবাহিক নাটক।
ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের রচনা ও এল রুমা আকতারের প্রযোজনায় নাটক ‘মধুযাত্রা’। এ নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নওবা, মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, আক্তারি বেগম, ম আ সালাম, উপমা, উর্মি, মিজানুর রহমান, শ্যামলী, ইমরান, গাজী রোকন, ফাহমিদা শারমিনসহ আরো অনেকে। নাটকে দেখা যাবে- বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে মিনু। মিনু ভালোবাসে মোহিতকে। সকালবেলা দু’জনেই সিএনজি করে কমলাপুরের উদ্দেশে যাত্রা করে। মিনু দৌড়ে ট্রেনে উঠতে পারলেও সিএনজি ভাড়া নিয়ে বিড়ম্বনায় পড়ে মোহিত শেষ পর্যন্ত ট্রেনে উঠতে পারে না। এ দিকে মোহিত মিনুর সাথে কথা বলার সময় হাত থেকে টান দিয়ে ছিনতাইকারী মোহিতের ফোনটি নিয়ে পালায়। মিনু কাঁদতে-কাঁদতে ট্রেন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু ট্রেনের লোকজন তাকে বাধা দেয়। এভাবেই ট্রেনের ভেতর ঘটে যাওয়া ঘটনা ও ট্রেনের বাইরে মোহিতের নানান ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলে নাটকটি।

ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর থাকছে বদরুল আনাম সৌদের রচনা ও আল মামুনের প্রযোজনায় থাকছে নাটক ‘অবিরাম দেবদাস’। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম।
ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে সুজাত শিমুলের রচনা ও মনিরুল হাসানের প্রযোজনায় নাটক ‘প্রায়শ্চিত্ত’। এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ, নূরে আলম নয়ন, শাহেদ শরীফ খান, সামিয়া নাহি, কাজী রাজু, মাসুদ রানা মিঠু, ম আ গোলাম, ইকবাল বাবু, সুভাশিষ ভৌমিক, সাথী, আনিসুর রহমান, গাজী রোকন, উত্তম ও সুজাত শিমুল।


আরো সংবাদ



premium cement