১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শেষ করলেন নীল চক্র, আসছে নতুন কিছু...

-

গেলো ঈদে মুক্তি পেয়েছিল হালের নতুন সেনসেশন মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম সিনেমা ‘কাজল রেখা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ। এ দিকে এরই মধ্যে মন্দিরা চক্রবর্তী শেষ করেছেন তার অভিনীত দ্বিতীয় সিনেমার কাজ। নাম ‘নীলচক্র’। এটি নির্মাণ করেছেন মিঠু খান। এরই মধ্যে মন্দিরা জানান, সিনেমাটির ডাবিংয়ের কাজ শেষ করেছেন তিনি। কিছু দিন আগে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয় একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে। তাতে মন্দিরা ও আরিফিন শুভর রুক বেশ প্রশংসিত হয়। এরই মধ্যে মন্দিরা অভিনীত এই সিনেমা নিয়েও দর্শকের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। মন্দিরা বলেন, শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার সকল ভক্ত দর্শকের প্রতি যারা আমার অভিনীত কাজল রেখা সিনেমাটি দেখতে হলে হলে গিয়েছেন।

অনেকেই ফেসবুকে তাদের ভালোলাগা প্রকাশ করেছেন। অনেকেই সরাসরি আমার সাথে কথা বলেও তাদের মনের কথা বলেছেন। একজন অভিনেত্রী হিসেবে আমি আমার নিজের অভিনয়ের বিচার করতে পারছি যে আগামীতে আমাকে আরো কত ভালো অভিনয় করতে হবে। যেহেতু কাজল রেখা আমার প্রথম সিনেমা ছিল, তাতে ভুল ত্রুটিতো আছেই। কিন্তু পরবর্তী সিনেমাগুলোতে আমি আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি। নীল চক্রতে আমার যে চরিত্র তাতে আমি অনেক মনাযোগী থেকে সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি। আরিফন শুভ ভাইয়ের সাথে এটি আমার প্রথম সিনেমা। নিঃসন্দেহে তিনি একজন গুণী অভিনেতা। তারসাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীলচক্র সিনেমাটি নিয়ে।


আরো সংবাদ



premium cement