এমপি হিসেবে ফেরদৌসের প্রথম জন্মদিন
- বিনোদন প্রতিবেদক
- ০৮ জুন ২০২৪, ০১:২৪
চলচ্চিত্রে অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় জন্মদিনে কখনো কোনো বড় আয়োজনের অনুষ্ঠান করেননি ফেরদৌস। কারণ জন্মদিনকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিতেন না কখনোই। জন্মদিনে শুধু পরিবারের সাথেই বিশেষভাবে সময় কাটিয়েছেন তিনি। যথারীতি এবারো তিনি তার স্ত্রী তানিয়া, তার দুই কন্যা ও মা, শাশুড়িকে সাথে নিয়ে জন্মদিনের সময় কাটাবেন। তার আগে তার রয়েছে নানা রকমের ব্যস্ততা। যেহেতু একজন সংসদ সদস্য হিসেবে তার প্রথম জন্মদিন। একটু বিশেষ আয়োজন নিজে না করলেও তার শুভাকাক্সক্ষীরা তো করবেন, এমনটিই স্বাভাবিক। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। এরপর তিনি রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজে ‘সবুজ বনায়ন’ শিরোনামে তারই জন্মদিন উপলক্ষে পাঁচ লাখ বৃক্ষ রোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর তিনি ধানমন্ডির ঈদগাহ মসজিদে জুমার নামাজ আদায় করবেন। তারপর তিনি ধানমন্ডিতেই তার রাজনৈতিক কার্যালয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত সময় কাটাবেন। সেখানে আগত অতিথি ও শুভাকাক্সক্ষীদের সাথে জন্মদিন উপলক্ষে সময় কাটাবেন। এরপর তিনি রাজধানীর বনানী ডিওএইচএসএ তার বাসায় চলে যাবেন, পরিবারের সাথে সময় কাটাতে। জন্মদিন প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমার চলচ্চিত্রে অভিনয় জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কখনোই কিন্তু আমার জন্মদিন বিশেষভাবে উদযাপন করিনি। জন্মদিনে আমি বিশেষ কোনো উচ্ছ্বাস করি না কখনো। আমার কাছে জন্মদিন অন্যান্য দিনের মতোই স্বাভাবিক একটি দিন। হ্যাঁ, দিনটি হয়তো অন্যরা বিশেষ করে তুলে। এখন তো ফেসবুকে সবাই যার যার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। এটিও ভালোলাগার একটি দিক। আমিও ভালোবাসায় আবেগাপ্লুত হই। যারা আমার অভিনয়কে ভালোবেসে আমাকে ভালোবাসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা