১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সম্মাননায় ভূষিত হলেন গীটারিস্ট দীপন

সম্মাননায় ভূষিত হলেন গীটারিস্ট দীপন -

দেশের প্রতিথযশা গিটারিস্ট সাকিল মোহাম্মদ দীপন দীর্ঘদিন ধরে একজন গিটারিস্ট হিসেবে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষত গানের ভুবনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননায় ভূষিত হলেন। এরই মধ্যে রাজধানীর প্রেস ক্লাবে ‘আমরা কুঁড়ি’র ৩৩ বছর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় সভা, সম্মাননা প্রদান ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কবি হাসানাত লোকমানের হাত থেকে দীপন সম্মাননা গ্রহণ করেন। ‘আমরা কুঁড়ি’র মহাসচিব ফেরদৌস আরা বন্যা বলেন, ‘ অনুষ্ঠানে চিকিৎসা, শিক্ষা, পুলিশ, আইন’সহ আরো কয়েকটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। দীপন ভাই এ দেশের একজন প্রতিথযশা গিটারিস্ট। তাকে সম্মাননায় ভূষিত করতে পেরে আমরা গর্বিত।’ দীপন বলেন,‘ আমি আমরা কুঁড়ির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে একজন গিটারিস্ট হিসেবে সম্মাননায় ভূষিত করায়। আগামীতে আরো ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা পেলাম। সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন।’ দীপন নিয়মিত স্টেজ শো ও টিভি শো’তে ব্যস্ত। বাংলাদেশের সব কিংবদন্তি শিল্পীদের সাথে তিনি গিটার বাজিয়েছেন। আবার তরুণ প্রজন্মের সবার সাথে তিনি নিয়মিত স্টেজ শো’তে কাজ করেন। শিল্পীদের কাছে দীপন একজন নিবেদিত প্রাণ। নতুন নতুন শিল্পীদের শো’তে নিয়ে তিনি গানের ক্যারিয়ারও গড়ে দেন, এমনটাও অনেক শিল্পী অনায়াসে স্বীকার করেন। কিন্তু দীপন এসব কখনো প্রকাশ্যে আনেন না। কারণ এসব কাজ তিনি নীরবে নিভৃতেই করে যেতে ভালোবাসেন।


আরো সংবাদ



premium cement