ঈদে নতুন গান নিয়ে ফাহমিদা নবী
- বিনোদন প্রতিবেদক
- ০৩ জুন ২০২৪, ০০:০০
আগামী ঈদে প্রকাশের জন্য নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। গানের কথা এমন, ‘ সেদিনও মেুখর ছিলো শব্দহীন কথারা, শুধু তোমাতে আমাতে কখনো তুখোড় ঝর হয়ে কখনো শ্রাবণধারা’। এমন কথারে গানটি লিখেছেন ফারজানা রহমান। গানটির সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন,‘ ফারজানা রহমানের গানের কথা আমার এতো বেশি ভালোলেগে যায় যে মনের ভেতর থেকেই সুর চলে আসে। কী সুন্দর কথা গানের। মন ভরে যায়। ধন্যবাদ ফারজানা রহমানকে এতো চমৎকার গীতিকবিতা লেখার জন্য। আমার বারবার একটা কথাই মনে হচ্ছিলো যে ফারজানা চমৎকার অনুভব নিয়ে গানটি লিখেছে। তবে আমার করা সুরটা কেমন হয়েছে এটা শ্রোতারা ভালো বলতে পারবেন। সজীব সবসময়ের মতো মন দিয়ে ভালোবেসে কাজটি করেছে। আসলে ভালোবাসা থাকলে যেকোনো কাজ মন ছোঁয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা