১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এখনো যাকে খুঁজে বেড়ান প্রিয়দর্শিনী মৌসুমী

এখনো যাকে খুঁজে বেড়ান প্রিয়দর্শিনী মৌসুমী -

বাংলাদেশের প্রিয়দর্শিনী মৌসুমী গত বছরের অক্টোবরে আমেরিকাতে গিয়েছিলেন। সেখানেই তিনি মা ও মেয়ের সঙ্গে আছেন। একজন সন্তানের কাছে মা’ই হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। তাই মায়ের ভালোবাসার ছায়াতলে থেকে যেন প্রশান্তিতে আছেন মৌসুমী। প্রতিদিনই প্রতিক্ষণে মৌসুমী দেশকে, দেশের মানুষকে অনুভব করেন। যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তবে ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন তিনি তা নিশ্চিত করেননি। মৌসুমী যখন যেখানেই থাকুন না কেন, মনে মনে তিনি একজন মানুষকে সবসময় খুঁজে বেড়ান। আর সেই মানুষটি হলেন তার গৃহশিক্ষিকা ‘আনা’। মৌসুমী যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়তেন সেই সময় আনা মৌসুমীকে পড়াতে তার বাসায় আসতেন। আনা ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের একজন ছাত্রী। কিন্তু পরবর্তী সময়ে আনার সঙ্গে মৌসুমীর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রতিটি মানুষের জীবনেই হয়তো এমন মানুষ আছেন যাকে মানুষ নীরবে মনে মনে খুঁজে বেড়ান। মৌসুমী বলেন, ‘পড়াশোনায় আমি খুব ফাঁকিবাজ ছিলাম। কিন্তু আনা ম্যাডাম আমাকে খুব যতœ করে পড়াতেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, আদর করতেন। তার সেই স্নেহ মায়া আজও ভীষণ মিস করি। খুব কাছে থেকে তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। মনে হয় তার দেখা পেলে আমি হারিয়ে যাওয়া ছোট্টবেলাটা ফিরে পাবো। মাঝে মাঝে মনে হয় তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবে। দেখা হলে হয়তো জড়িয়ে ধরে আমি খুব করে কেঁদেও ফেলতে পারি। জানি না এই জীবনে আর কোনো দিন আনা ম্যাডামের সঙ্গে দেখা হবে কী না। তবে আমি দোয়া করি আনা ম্যাডাম যেখানেই থাকুন ভালো থাকুন।’


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি প্রকাশ সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ

সকল