১৭ জুন ২০২৪
`

৭০০ পর্বের ধারাবাহিকে ‘নিগার’-এ মুগ্ধ দর্শক...

৭০০ পর্বের ধারাবাহিকে ‘নিগার’-এ মুগ্ধ দর্শক... -

বাংলাদেশের টিভি নাটকে এই সময়ের প্রিয় এক মুখ, প্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। বহু খণ্ড নাটক, ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে এ যাবৎকাল পর্যন্ত তিনি যে চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটি হলো ‘নিগার’ চরিত্র। মো: শাহাবুদ্দিন রচিত ও গুণী নাট্য নির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে গল্পের অন্যতম একটি প্রধান চরিত্রের নাম নিগার। আর নিগার চরিত্রেই অনবদ্য অভিনয় করে দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বর্ণলতা দেবনাথ। এরই মধ্যে ধারাবাহিকটির সাতশতম পর্ব প্রচারিত হয়েছে। স্বর্ণলতা দেবনাথের অভিনয় জীবনে এটিই সবচেয়ে দীর্ঘ ধারাবাহিক নাটক। এর আগে কোনো ধারাবাহিকের এত পর্ব পর্যন্ত অভিনয় তার করা হয়ে ওঠেনি। ‘বকুলপুর সিজন টু’তে বর্তমানে নিগার চরিত্রটি দর্শকের মধ্যে রয়েছে বেশ আলোচনায়। অবশ্য স্বর্ণলতা নিজেও তা অনুধাবন করেন যখন শুটিংয়ের বাইরে অন্য কোনো কাজে কোথাও যান। দর্শক ভক্তদের কাছ থেকে তিনি ‘নিগার’ চরিত্রটির জন্য বেশ সাড়া পান তখন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও যখন তিনি বেড়াতে যান তখনো তিনি নিগার চরিত্রের জন্য অভূতপূর্ব সাড়া পান। ‘নিগার’ চরিত্রটির জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন এবং নিজেকে এই চরিত্রে শতভাগ ফুটিয়ে তোলার জন্য নিজেকে ভেঙেছেন বারবার। স্বর্ণলতা বলেন, ‘আমি শুরুতেই দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ দর্শকের নিগার চরিত্রটি ভালোলাগায় আমি এই ধারাবাহিকে শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিত কাজ করে যেতে পারছি। এখন তো বলা যায় অনেকটা সময়ই আমি নিগারের মাঝেই বসবাস করি। ধন্যবাদ আমার সব সহশিল্পীসহ নাটকের প্রযোজক, সিনেমাটোগ্রাফার, মেকআপ আর্টিস্টসহ আরো যারা আছেন।


আরো সংবাদ



premium cement
৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে, দাবি ডিএনসিসি’র ৫০ হাজার টাকার খাসির চামড়া দাম ১৫ টাকা উপকূলের জনজীবনে কষ্টের ছাপ তবুও মুখে হাসি মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি কি আরব বসন্তের ‘ট্র্যাজিক হিরো’? কোরবানির পশুর চামড়া যেমন দামে বেচাকেনা চলছে খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় বিএনপির শীর্ষ নেতারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার এইটে’ বাংলাদেশ ম্যাচের সময়সূচি গাজায় ইসরাইলি হামলায় অসংখ্য পরিবার নির্বংশ হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড তানজিমের সেন্টমার্টিন উপকূলে টহল দিচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ, গতিবিধি পর্যবেক্ষণ ঈদের দিন সমুদ্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

সকল