১৮ জুন ২০২৪
`
কান উৎসব ২০২৪

শিক্ষার্থী নির্মাতাদের বিভাগে ভারতীয় তরুণ-তরুণী জয়

-

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফে প্রথম পুরস্কার জিতল ভারতীয় তরুণ চিদানন্দ এস নায়েক পরিচালিত ‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’। তিনি ভারতের পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) শিক্ষার্থী। ফলে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আগামীতে কান উৎসবে স্থান করে নেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একই সাথে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার ইউরো (প্রায় ২০ লাখ টাকা)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ভূমধ্যসাগরের তীরে পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে ২৭তম লা সিনেফ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তখন মঞ্চে ছিলেন এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং লা সিনেফ বিভাগে বিচারকদের প্রধান ছিলেন বেলজিয়ান অভিনেত্রী লুবনা আজাবাল। এ ছাড়াও ছিলেন লা সিনেফ বিভাগের অন্য চার বিচারক সার্বিয়ান পরিচালক ভ্লাদিমির পেরিসিচ, ফরাসি পরিচালক ম্যারি-ক্যাস্টি মঁচো-শার, ফরাসি প্রযোজক ক্লদিন নুগারে, ডিরেক্টরস ফোর্টনাইটের সাবেক পরিচালক পাওলো মোরেত্তি। পুরস্কার প্রদান শেষে দেখানো হয় বিজয়ী ছবিগুলো। ‘সানফ্লাওয়ার্স ওয়্যার দ্য ফার্স্ট ওয়ানস টু নো’ ছবির ব্যাপ্তি ১৬ মিনিট। এর গল্পে দেখা যায়, গ্রামের এক বৃদ্ধা মহিলা মোরগ চুরি করার পর আর সূর্যোদয় হয় না। এ কারণে গ্রামীণ সম্প্রদায়ে বিশৃঙ্খলা দেখা দেয়। মোরগটিকে ফিরিয়ে আনতে একটি দৈববাণী আহ্বান করে বৃদ্ধার পরিবারকে নির্বাসনে পাঠানো হয়। তৃতীয় হয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্কুলের (এনএফটিএস) ভারতীয় শিক্ষার্থী মানসী মহেশ্বরীর অ্যানিমেটেড ছবি ‘বানিহুড’। পুরস্কার হিসেবে তার হাতে এসেছে সাড়ে সাত হাজার ইউরো (প্রায় ১০ লাখ টাকা)। মানসী নিজেই ৯ মিনিট দৈর্ঘ্যরে ছবিটির অ্যানিমেশন করেছেন। সত্যি গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন আনা মুর ও জেমস ডেভিস। মা কি কখনো সন্তানকে মিথ্যা বলে?


আরো সংবাদ



premium cement
বিক্রি হয়নি সাড়ে ২৩ লাখ পশু ‘রাজনীতি নিয়ে আলাপ হয়নি’, খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে মোশাররফ রাত ৮টা পর্যন্ত ডিএসসিসি’র ৬৪ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩৭,৩৪৭ ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে, দাবি ডিএনসিসি’র ৫০ হাজার টাকার খাসির চামড়া দাম ১৫ টাকা উপকূলের জনজীবনে কষ্টের ছাপ তবুও মুখে হাসি মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি কি আরব বসন্তের ‘ট্র্যাজিক হিরো’? কোরবানির পশুর চামড়া যেমন দামে বেচাকেনা চলছে খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ফিরোজায় বিএনপির শীর্ষ নেতারা টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার এইটে’ বাংলাদেশ ম্যাচের সময়সূচি

সকল