মায়ের সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বসিত সাফা কবির
- বিনোদন প্রতিবেদক
- ১৮ মে ২০২৪, ০০:০০
দীর্ঘ এক দশক ধরে অভিনয় করছেন সাফা কবির। একজন নাট্যাভিনেত্রী হিসেবে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত করেছেন নিজেকে। মা-বাবার একমাত্র সন্তান হিসেবে ছোটবেলা থেকেই বেশ আদরে আদরে এবং চোখে চোখেই বড় হয়েছেন তিনি। মা জেসমিন কবিরের স্বপ্ন ছিল সাফা কবির বড় হয়ে এক দিন ডাক্তার হবে। কিন্তু মায়ের সেই স্বপ্ন না পূরণ হলেও মেয়ে দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েছেন, তাতেই যেন মা ভীষণ খুশি। তার চেয়েও মা বেশি খুশি হয়েছেন গত মা দিবস উপলক্ষে মায়ের হাতে উঠে এসেছে সাফা কবিরের অভিনয়ে সাফল্যের স্বীকৃতি স্বরূপ ‘স্বপ্নজয়ী মা সম্মাননা-২০২৪’। আরটিভি আয়োজিত এই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী দীপুমনির হাত থেকে সাফা কবিরের মায়ের হাতে এই সম্মাননা উঠে আসে। মায়ের এমন স্বীকৃতিতে ভীষণ উচ্ছ্বসিত সাফা কবির। সাফা কবির বলেন, ‘আমি জানি না আমার কাজ দিয়ে আমি আমার মা-বাবাকে কতটুকু খুশি করতে পেরেছি। তবে আমার কাছে মনে হয় এই সম্মাননার প্রাপ্তির মাধ্যমে খুশি করার বা গর্ব করার বিষয়টি এক ধাপ হয়তো এগোতে পেরেছি। আমার মা কিছুটা হলেও তো খুশি হয়েছেন এই সম্মাননা প্রাপ্তিতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা