ব্রডওয়েতে অভিষেকের অপেক্ষায় রবার্ট ডাউনি জুনিয়র
- বিনোদন ডেস্ক
- ১৪ মে ২০২৪, ০০:০৫
প্রথমবারের মতো ব্রডওয়ে থিয়েটারে দেখা মিলতে যাচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রের। সেখানে নির্মিত নতুন নাটক ‘ম্যাকনিল’-এ অভিনয় করবেন তিনি। আয়াদ আখতারের চিত্রনাট্য ও বার্টলেট শের পরিচালিত ‘ম্যাকনিল’-এ কেন্দ্রীয় চরিত্রে থাকবেন তিনি। নাটকের ম্যাকনিল চরিত্র পারিবারিক কিছু জটিলতায় ভোগা এক লেখক, যে তার বিদ্যমান পরিস্থিতিতেই পরবর্তী উপন্যাস নিয়ে কাজ করছেন। অফিশিয়াল ঘোষণায় গল্পের বর্ণনা অনেকটাই এমন, ‘ভালো লেখকরা ধার করেন, মহান লেখকরা করেন চুরি। জ্যাকব ম্যাকনিল একজন মহান লেখক। সাহিত্যে নোবেল পুরস্কার জেতার মতো প্রার্থী। কিন্তু তার রয়েছে এক অদ্ভুত সন্তান, একটা নতুন উপন্যাস, একটা পুরনো কুঠার ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কল্পনা।’
ম্যাকনিলের প্রিভিউ দেখানো হবে আগামী ৫ সেপ্টেম্বর ভিভিয়ান বোমন্ট থিয়েটারে। উন্মুক্ত করা হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে শো। রবার্ট ডাউনি জুনিয়র ছাড়া শোয়ের বাকিদের নামও ঘোষণা করা হবে শিগগিরই। সেট তৈরির দায়িত্বে থাকবেন মাইকেল ইয়ারগান ও জ্যাক বার্টন, কস্টিউমে থাকবেন জেনিফার মোয়েলার, লাইটিংয়ের দায়িত্বে ডোনাল্ড হোল্ডার ও সাউন্ড জাস্টিন এলিংটন। নাটকটি প্রযোজিত হবে লিংক সেন্টার থিয়েটার ও টিম ডাউনির নেতৃত্বে।
ডাউনি জুনিয়র মূূলত মার্ভেল ইউনিভার্সের আয়রনম্যান চরিত্রের কারণে বেশি বিখ্যাত। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবেও বেশ আলোচিত তিনি। তবে সম্প্রতি তিনি প্রথমবারের মতো অস্কার জিতেন ক্রিস্টোফার নোলানের পরিচালনায় নির্মিত সিনেমা ওপেনহাইমারের কারণে। সেখানে তিনি লুইস স্ট্রাউস চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা