১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মা হচ্ছেন ফারিয়া শাহরিন

-

খবরটি প্রকাশের জন্য এর চেয়ে সুন্দর দিন হতে পারে না। মা দিবসে (১২ মে) ফারিয়া শাহরিন জানালেন, মা হতে চলেছেন তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সাথে বাগদান হয় এই লাক্স-চ্যানেল আই তারকার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। আর ২০২৪-এর ১২ মে জানালেন নতুন অতিথি আগমনের খবরটি।
গণমাধ্যমকে ফারিয়া শাহরিন বললেন, ‘মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটি। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।’
তিনি আরো বলেন, ‘ক্যারিয়ারের সাথে ব্যক্তিজীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’
বলা দরকার, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এর পরপরই ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র দিয়ে তুমুল নজর কাড়েন তিনি। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।


আরো সংবাদ



premium cement