১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সম্মাননায় ভূষিত শামীম আরা নীপা

-

গেলো ২৯ এপ্রিল ছিল ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’। এই দিন সারা বিশে্বর মতো দিবসটি বিশেষভাবে উদযাপিত হয়েছে। রাজধানী ঢাকা শহরের শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর’সহ বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’ ও ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র যৌথ আয়োজনে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গেলো ২৯ এপ্রিল ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানে বাংলাদেশের নৃত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পী শামীম আরা নিপার হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান এমপি অনুষ্ঠানে উপস্থি হননি। যে কারণে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন শামীম আরা নীপা। এ সময পাশে ছিলেন ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র সভাপতি মিনু হক ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু শিবলী মোহাম্মদ। অনুষ্ঠানের সভাপতি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, তিনিও সম্মাননা প্রদান পর্বে উপস্থিত হতে পারেননি।


আরো সংবাদ



premium cement