রোকনের জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে স্বর্ণলতা-আফজাল সুজন
- বিনোদন প্রতিবেদক
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৫
গুণী নাট্যনির্মাতা সরদার রোকন আর কিছুদিন পরই জীবনের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমা নির্মাণের জন্যই এখন নিজেকে প্রস্তুত করছেন। চলছে গল্প নিয়ে ভাবনা। তবে তার আগে হাতে থাকা কাজগুলোও গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। ঠিক তেমনি একটি কাজ শেষ করেছেন সরদার রোকন। সরদার রোকন সবসময়ই চেষ্টা করেন জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে নাটক নির্মাণ করতে। ঠিক তেমনি একটি জীবনের গল্প নিয়ে নাটক ‘বড় লোকের মেয়ে রিকশাওয়ালার বউ’। নির্মাতা জানান নাটকের নাম আগে একটু অন্যরকম ছিল। কিন্তু নামটি পরিবর্তন করা হয়েছে নাটকের নাট্যকার এনডি আকাশের সাথে কথা বলে। নাটকে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণলতা ও আফজাল সুজন। সাম্প্রতিক সময়ে রাশেদ জামানের পরিচালনায় ‘ভালো ছেলে’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন আফজাল সুজন। সরদার রোকন বলেন, স্বর্ণলতা এই সময়ের অভিনয় শিল্পীদের মধ্যে বেশ গুণী একজন অভিনেত্রী। ঠিকঠাক মতো অভিনয়টাই করার চেষ্টা করেন। সেট-এ ভীষণ মনোযোগী একজন শিল্পী। আর আফজাল সুজন নতুনদের মধ্যে একজন সম্ভাবনাময় অভিনেতা। তার উচ্চতাটাও চোখে পড়ার মতো। মন দিয়ে অভিনয়টা করার চেষ্টা করে। দু’জনের অনবদ্য অভিনয়ে আমি মুগ্ধ। আশা করছি নাটকটি ভালোলাগবে সবার। সরদার রোকন জানান, এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা