১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শো শেষে ‘গিটার সেন্টার’-এ সাব্বির জামান

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের নন্দিত শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান এক মাসেরও বেশি দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে তিনি টানা কয়েকটি শো শেষে আগামী মাসের প্রায় শেষ প্রান্তে দেশে ফিরবেন বলে জানিয়েছেন। এরই মধ্যে সাব্বির যুক্তরাষ্ট্রে গিয়েই বোস্টনে পয়লা বৈশাখের একটি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। সেই শোতে দর্শকের উপচেপড়া ভিড় ছিল সাব্বিরের গান শুনতে। তবে সেখানে সাব্বিরের বড় প্রাপ্তি ছিল দীর্ঘ ২৬ বছর পর তার স্কুলজীবনের বন্ধু আরিয়ান আরওয়ান তৌহিদের সাথে দেখা। এই শোর জন্য সাব্বির বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধু শেখ বাহাউদ্দিনের প্রতি। এরপর সাব্বির জামান চার দিন আগেই ভার্জিনিয়াতে আরো একটি শোতে সঙ্গীত পরিবেশন করেন। সেখানে শো শেষ করে সাব্বির তার কাজিন ও কলেজের শিক্ষক আয়ান রশীদের বাসায় চলে গিয়েছিলেন। সেখানে রাতের খাবার ও আড্ডায় অংশ নেন সাব্বির। এর পরের দিন সকালে সার্ফ আরাজ আলমের সাথে নাশতা করেন। আর এর পরই সাব্বির চলে যান নিউইয়র্কের গিটার সেন্টারে। গিটার বাজাতে ভীষণ ভালোবাসেন। তাই সেই সময়টির অপেক্ষায় ছিলেন সাব্বির কখন গিটার সেন্টারে যাবেন।

 


আরো সংবাদ



premium cement