এবারের ঈদেও অনবদ্য অপূর্ব...
- আলমগীর কবির
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
এবারের ঈদেও অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়ালেন দেশের নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যদিও বা অপূর্ব এখন ওটিটি প্ল্যাটফর্মের কাজেই বেশি মনোযোগী। কিন্তু তার পরও তিনি তার দীর্ঘ দিনের অসংখ্য ভক্ত দর্শককে টিভি নাটক থেকেও দূরে রাখেননি। এরই মধ্যে অপূর্ব অভিনীত তিনটি নাটক প্রচারিত হয়েছে। নাটকগুলো এরই মধ্যে ইউটিউবেও প্রকাশিত হয়েছে। নাটকগুলো হচ্ছে- জাকারিয়া সৌখিনের ‘শহরে প্রেমের ঘ্রাণ’, এস আর মজুমদারের ‘ভালোবাসার কয়েকটা দিন’ ও রুবেল হাসানের ‘মনের কোলাহল’। তিনটি নাটকে তার বিপরীতে যথাক্রমে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও সাফা কবির। তিনটি নাটকই দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে। বিশেষত অপূর্ব ভক্তদের কাছে নাটকগুলো ভীষণ সাড়া ফেলেছে। নাটকে তার সহশিল্পীরাও প্রতিটি নাটকে বেশ চমৎকার অভিনয় করেছেন। জাকারিয়া সৌখিন, এস আর মজুমদার ও রুবেল হাসান তিনজনের নির্দেশনায এর আগেও অপূর্ব অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। অপূর্ব বলেন, ‘এই তিনজন পরিচালকর নির্দেশনাতে এর আগেও আমি কাজ করেছি। তাদের নির্দেশনায় আমার অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটক রয়েছে। তাদের নির্বাচিত গল্পের প্রতি, তাদের নির্দেশনার প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। যে কারণে তাদের সাথে কাজ করতেও ভালোলাগে। তা ছাড়া তাদের প্রত্যেকেরই ইউনিট ভীষণ গুছানো, পরিপাটি। যে কারণে কাজগুলোও হয় বেশ সুন্দর। এখন পর্যন্ত ঈদে প্রচারিত এই তিনটি নাটকের জন্য দর্শকের কাছ থেকে যথারীতি আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমার বিপরীতে যে তিনজন অভিনয় করেছেন তারা তিনজনই এই প্রজন্মের পরীক্ষিত অভিনেত্রী। যে কারণে তাদের ফ্যানদের কাছেও কাজগুলো ভালো লেগেছে। আর আমি তো আমার প্রতিটি কাজে অনেক শ্রম দিয়ে থাকি। কারণ প্রতিটি কাজই আমার সময়ের সাক্ষর বহন করে যাচ্ছে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার কাজগুলো উপভোগ করার পাশাপাশি তাদের মনের অভিমত প্রকাশ করার জন্য। আগামীতে আরো ভালো ভালো কাজ আসছে। সময় হলেই দর্শক তা জানবেন, দেখবেন।’ এ দিকে এস আর মজুমদার পরিচালিত অপূর্ব অভিনীত ‘স্বপ্ন দেখার দিনগুলো’ শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে। শিহাব শাহীন পরিচালিত অপূর্ব অভিনীত ‘গোলাম মামুন’ নামক নতুন ওয়েব সিরিজটিও শিগগিরই হইচইতে প্রচারে আসবে। সৈয়দ শাকিলের ‘ইউএনও স্যার’ নাটকেও অপূর্ব দুর্দান্ত অভিনয় করেছেন। এতে অভিনয়ের জন্যও তিনি প্রশংসায় ভাসছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা