১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাবার জন্য দোয়া চাইলেন সামিয়া নাহি

বাবার জন্য দোয়া চাইলেন সামিয়া নাহি -

সামিয়া নাহি, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। অনেক দর্শকপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। তার নিজের সবচেয়ে ভালোলাগার নাটক হচ্ছে ‘মিথ্যে জলসাঘর’। এ ছাড়া বদিউল আলম খোকনের পরিচালনায় তিনি ‘দায়মুক্তি’ নামের একটি সরকারি অনুদানের সিনেমাতে অভিনয় করেছেন, যাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছেন তিনি। তবে আগের চেয়ে বিগত বেশ কিছু দিন হলো নাহি কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। কারণ যে মানুষটি তাকে সবচেয়ে বেশি আদর করেন, যে মানুষটি তাকে লক্ষ্মী বলে ডাকেন, কারণ তার জন্মের পর সেই মানুষটির জীবনে শুধু উন্নতিই হয়েছে, সেই মানুষটি নাহির বাবা মো: আবুল কাশেম ভূঁইয়া দীর্ঘ দিন ধরেই অসুস্থ। গত বছর রোজার ঈদের পর তার বাবা স্ট্রোক করেছিলেন। এরপর গত জানুয়ারি থেকে শারীরিকভাবে নাহির বাবার অবস্থা আরো খারাপ হয়ে যায়। জানুয়ারি থেকেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাবাকে দেখ ভালের জন্য নাহিকে মায়ের পাশাপাশি তা অনেক সময় দিতে হয় বলে অনেক ভালো ভালো গল্পে কাজ করার প্রস্তাব থাকলেও শুধু বাবার কথা ভেবে অনেক কাজই তিনি এড়িয়ে যাচ্ছেন। সামিয়া নাহি বলেন, ‘আসলে আমি খুব চুপচাপ স্বভাবের একজন মানুষ। অনেক কথাই গুছিয়ে বলা হযে উঠে না আমার। তবে আমার আব্বু আমার আম্মুই আমার পৃথিবী। আব্বু অসুস্থ হওয়ার পর থেকে সত্যি কিছুই ভালো লাগে না। আল্লাহর অশেষ রহমতে আব্বু আগের চেয়ে কিছুটা ভালো। কিন্তু পুরোপুরো সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে আব্বুকে। এমন অবস্থায় আসলে শুটিং করাটাও মানসিকভাবে অনেক কঠিন আমার জন্য। তার পরও যে কাজগুলো টেলিভিশনে প্রচার চলতি সে কাজগুলো করার চেষ্টা করছি। সবার কাছে আমার আব্বুর জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার আব্বুকে সুস্থ করে দেন।’ সামিয়া নাহি জানান, আগামী ২২ ও ২৩ এপ্রিল তিনি আরটিভিতে প্রচার চলতি সনজিত সরকারের ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিকের শুটিং করবেন রাজধানীর অদূরে পূবাইলে। এ ছাড়াও তার অভিনীত ‘চার চক্কর’ ধারাবাহিকটিও মাছরাঙ্গা টিভিতে প্রচার হচ্ছে।


আরো সংবাদ



premium cement