১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় আলিয়া

-

খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইমের করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এ তালিকা প্রকাশ করেছে টাইম। আলিয়া ভাটের প্রশংসা করে সাময়িকীতে ব্রিটিশ পরিচালক টম হার্পার লিখেছেন, 'হার্ট অব স্টোন'- এর সুবাদে আলিয়ার সাথে পরিচয়।
সিনেমাটি দিয়েই হলিউডে অভিষেক হয় তার। জনপ্রিয় হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলেন আলিয়া। মানুষ হিসেবেও তিনি বেশ মজার। আলিয়া সম্পর্কে টম আরো লিখেছেন, তিনি কেবল বিশ্ব চলচ্চিত্র জগতের প্রতিভাবান অভিনেত্রী নন, এক দশকের বেশি সময় ধরে কৃতিত্বের সাথে ভারতীয় সিনেমায় কাজ করে চলেছেন। ইনস্টাগ্রাম পোস্টে নিজে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন আলিয়া। তাকে নিয়ে লেখা সাময়িকীটির একটি স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকার অংশ হতে পেরে সম্মানিত। দারুণ লেখার জন্য প্রিয় টম হার্পারকে ধন্যবাদ।

 


আরো সংবাদ



premium cement