হল সঙ্কটেও ঈদে ১১ সিনেমা, কেমন চলছে
- সাকিবুল হাসান
- ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
দেশে সিনেমা হলের যে সংখ্যা তাতে তিনটার বেশি সিনেমা একসাথে মুক্তি পাওয়া ঠিক না। কিন্তু এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ১১টি সিনেমা। এর আগে ২০০৫ সালের ঈদুল ফিতরে রেকর্ড ১৫টি এবং ঈদুল আজহায় রেকর্ড ১৬টি ছবি মুক্তি পেয়েছিল। অর্থাৎ এবার তৃতীয় সর্বোচ্চসংখ্যক ছবি মুক্তি পেয়েছে। হল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে মাল্টিপ্লেক্সসহ ৬০টির মতো সিনেমা হল সক্রিয় রয়েছে। এর বাইরে দুই ঈদকে ঘিরে কিছু সিনেমা হল চালু হয়, যেগুলো সারা বছর বন্ধ থাকে। এই মৌসুমি হলগুলো মূলত ঈদের ২-৩ সপ্তাহ খোলা থাকে। ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও হল মালিক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমার জানা মতে সারা দেশে ‘সিঙ্গেল স্ক্রিন হল’ এখন সক্রিয় আছে ৩৩টা। তবে কেউ কেউ বলেন ৪০টা সক্রিয় আছে। এর বাইরে কিছু মাল্টিপ্লেক্স সিনেমা হল রয়েছে। আর ঈদকে ঘিরে কিছু মৌসুমি হল সক্রিয় হয়। সব মিলিয়ে ১৭০ থেকে ১৮০টির বেশি সিনেমা হল নেই। মানে ঈদে সিনেমার বাজারটা কিন্তু মূলত এই সিনেমা হলকে ঘিরেই। আলোচনা-সমালোচনার সীমানা পেরিয়ে এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ১১টি সিনেমা। যেটাকে ইন্ডাস্ট্রির জন্য আদতে অশুভ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবু কারো কারো প্রত্যাশা ছিল, ছবিগুলোর মাধ্যমে প্রেক্ষাগৃহে ফের দর্শকের জোয়ার ফিরবে। সেই প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে, কেমন যাচ্ছে ঈদের ছবিগুলো? আর দর্শকরাও বা কী বলছে? সেসব খবর জানা যাক।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ঈদের ছবি হিসেবে বাণিজ্য ও দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’। যেটার নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। ছবির গল্পের বিভিন্ন অংশ দর্শককে আবেগাক্রান্ত করছে। সেই সাথে শাকিবের অভিনয়ও পাচ্ছে ভূয়সী প্রশংসা। ফলে স্টার সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য দর্শক সমাগম হচ্ছে। ঈদে সর্বাধিক ১২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। এর পর হল সংখ্যায় দ্বিতীয় জায়গাটি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত ‘ওমর’-এর দখলে। ২১টি হল পেয়েছে ছবিটি। জানা গেছে, প্রেক্ষাগৃহের মতো দর্শক সাড়ায়ও ‘রাজকুমার’-এর পরেই অবস্থান করছে এটি। বিশেষ করে ছবিটির গল্প দর্শক-সমালোচকদের মুগ্ধ করছে। নির্মাতা চয়নিকা চৌধুরী তো ‘ওমর’ দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি, হাউমাউ করে কেঁদেছেন নির্মাতাকে জড়িয়ে ধরে। মিশুক মনি নির্মিত ‘দেয়ালের দেশ’ নিয়ে প্রত্যাশা ছিল অনেকের। স্টার সিনেপ্লেক্স ছবিটির জন্য সর্বোচ্চ শো বরাদ্দ দিয়েছিল। কিন্তু মুক্তির পর সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির সমীকরণ মিলছে না সেভাবে। তাই ছবিটির শো কমানো হয়েছে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ‘লিপস্টিক’ ছবি দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তরুণ নায়ক আদর আজাদ ও নায়িকা পূজা চেরী। কামরুজ্জামান রোমান পরিচালিত ছবিটিকে ‘পয়সা উসুল’ বলে মনে করছেন অনেক দর্শক। যদিও নানা জটিলতায় এটি ৭টির বেশি হল জোগাতে পারেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা