১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোটরসাইকেল দুর্ঘটনায় হলিউড অভিনেতার মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় হলিউড অভিনেতার মৃত্যু -

জনপ্রিয় হলিউড অভিনেতা চান্স পারডোমো মারা গেছেন। মাত্র ২৭ বছর বয়সে মোটরসাইকেল দুর্ঘটনায় এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নেটফ্লিক্স হরর সিরিজ চিলিং অ্যাডভেঞ্চারস অব সাব্রিনার জন্য তিনি বেশি পরিচিত ছিলেন। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার মুখপাত্র এক বিবৃতিতে লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের প্রিয় অভিনেতা চান্স পারডোমো অকালে চলে গেলেন।’ দুর্ঘটনাটি কোথায় ও কখন দুর্ঘটনা ঘটেছে তা বিবৃতিতে জানানো হয়নি। তবে বিবৃতিতে জানানো হয়েছে, এ দুর্ঘটনায় সাথে কেউ জড়িত ছিল না। ব্রিটিশ-আমেরিকান তারকা চান্স পারডোমো লস অ্যাঞ্জলেসে জন্মগ্রহণ করেন। কিন্তু তার বেড়ে ওঠা সাউদাম্পটনে। ২০১৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লংফিল্ড ড্রাইভ’ অভিনয় জীবন শুরু করেন তিনি। তবে ‘আফটার উই ফেল’ তাকে দর্শকপ্রিয়তা এনে দেয়। সিনেমাটির আরো দু’টি কিস্তিতেও ছিলেন তিনি। চলচ্চিত্র ছাড়াও চান্স টিভি সিরিজেও অভিনয় করেছেন। ‘হেটি ফেদার’, ‘কিল্ড বাই মাই ড্যাড’, ‘চিলিং অ্যাডভেঞ্চারস অব সাব্রিনা’ এবং ‘জেন ভি’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করে তিনি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। বিবিসি থ্রি ড্রামা ‘কিল্ড বাই মাই ডেট’ অভিনয়ের জন্য ২০১৯ সালে তিনি বাফটা টিভি পুরস্কারে সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন।


আরো সংবাদ



premium cement