ইমন সাহার হাত ধরেই প্লেব্যাকে তাদের অভিষেক
- বিনোদন প্রতিবেদক
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
বাংলাদেশের বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক ইমন সাহার সুরে গান গেয়ে অনেক শিল্পীই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশের বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক সত্য সাহার যোগ্য উত্তরসূরি হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন ইমন সাহা। ‘চন্দ্রগ্রহণ’,‘ কুসুমকুসুম প্রেম’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘পিতা’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এবং সর্বশেষ ‘জান্নাত’ সিনেমাতে গান করার জন্য তিনি সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ইমন সাহা এবার নিজের প্রযোজনা সংস্থা ‘মুনল্যান্ড প্রোডাকশন্স’-এর ব্যানারে প্রথমবার একটি সিনেমা নির্মাণ করেছেন। সিনেমার নাম ‘সাইলেন্স’। সিনেমার গল্প রচনা ও সঙ্গীত পরিচালনা ইমন সাহার। এ সিনেমাতেই প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন শেখ শাহরীন সুলতানা মীম, সুমন রায়, বর্ষা আঁচল। তারা তিনজনই আরটিভির রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ থেকে উঠে আসা দেশের গানের ভুবনের এই প্রজন্মের সম্ভাবনাময় শিল্পী। ইমন সাহার প্রথম সিনেমা ‘সাইলেন্স’-এ মীম ও সুমন দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘আল্লাহ বলো মনরে পাাখি’। সুমন এককভাবে গেয়েছেন ‘তোরে রাং দিলো কী সোনা দিলো’ গানটি। বর্ষা আঁচল গেয়েছেন দু’টি মৌলিক গান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা