গীতিকার ও সুরকারদের সম্মাননা জানাল হ্যাভেন টিউন
- বিনোদন প্রতিবেদক
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
গীতিকার ও সুরকারদের সম্মানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘হ্যাভেন টিউন’ গীতিকার ও সুরকার সম্মাননা-২০২৪। ২৩ মার্চ শনিবার হ্যাভেন টিউন ফাউন্ডেশনের উদ্যোগে গীতিকার-সুরকার সম্মাননা ও ইফতার মাহফিলের ব্যতিক্রমী এ আয়োজন হ্যাভেন টিউনের পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই মিলনমেলায় যোগ দেয় ইসলামী সঙ্গীতাঙ্গনের শতাধিক গীতিকার-সুরকার-শিল্পী ও সঙ্গীত পরিচালক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বরেণ্য কবি, গীতিকার ও সুরকার চৌধুরী গোলাম মাওলা। এ সময় ইসলামী সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য হ্যাভেন টিউন ফাউন্ডেশন নির্বাচিত ২০ জন সেরা গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালককে বিভিন্ন উপহার সামগ্রী, নগদ অর্থ ও ক্রেস্ট দেয়া হয়। বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশবরেণ্য গীতিকার, সুরকার ও শিল্পী ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান ও শিল্পী ওবায়দুল্লøাহ তারেক। এবারের আসরে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট গীতিকার কবির আল মামুন, আব্দুল কাদের হাওলাদার, হোসাইন নূর, কাজী মারুফ, বিশিষ্ট গীতিকার ও সুরকার মাহমুদ ফয়সাল, এস এম মঈন, শাফায়াত তৌসিফ, সঙ্গীত পরিচালক জয়নাল আবেদীন একাত্ম এবং সালমান সাদিক সাইফ প্রমুখ। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন হ্যাভেন টিউনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনপ্রিয় নাশিদ শিল্পী ও সংগঠক গাজী আনাস রওশান। অনুষ্ঠানে গাজী আনাস রওশান তার বক্তব্যে বলেন, এই আয়োজন শুধু সম্মানিত গীতিকার ও সুরকারদের সম্মানে প্রতি বছর হ্যাভেন টিউন পরিচালনা করবে জাঁকজমকপূর্ণভাবে ইনশাআল্লাহ, এই আয়োজন আরো বেশি বেশি হওয়া উচিত, এর মাধ্যমে সম্মানিত গীতিকার ও সুরকাররা তাদের লেখার মান আরো বৃদ্ধি করতে উৎসাহিত হবেন এবং কুরআন ও হাদিস-নির্ভর নাশিদ লিখে ইসলামিক সংস্কৃতিকে আরো বেগবান করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা