২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ত্যাগের পর মিস্টার কুলে অপূর্ব-ফারিণ

-

গত ঈদে মেহেদী হাসান জনির পরিচালনায় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ‘ত্যাগ’ নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলেন। আগামী ঈদেও একই পরিচালকের একটি নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিণ। নাটকের নাম ‘মিস্টার কুল’। নাটকটি রচনা করেছেন অনামিকা মণ্ডল। মেহেদী হাসান জনি জানান, এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গেলো ঈদে জনির ‘ত্যাগ’ নাটকটির জন্য বেশ ভালো সাড়া পেয়েছিলাম। কোরবানির ঈদের জন্যও মিস্টার কুল নামে একটি নাটকে অভিনয় করেছি। যথারীতি এ নাটকে আমার বিপরীতে ফারিণ। জনির সাথে আমার কাজের বোঝাপড়াটা বেশ ভালো। যে কারণে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। আর ফারিণ তো আগের চেয়ে অভিনয় নিজেকে অনেক ইমপ্রুভ করেছে। ভালো করছে। সব মিলিয়ে আমাদের এই নতুন নাটকটিও দর্শকের ভালো লাগবে আশা করছি।’ তাসনিয়া ফারিণ বলেন, ‘মিস্টার কুল নাটকটির গল্প ভালো লেগেছে। আর জনি ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি যতœ নিয়ে নির্মাণের চেষ্টা করেন। অপূর্ব ভাইয়ার সাথে শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো নাটকে অভিনয় করেছি, প্রত্যেকটি নাটকেই তিনি ভীষণ সহযোগিতা করেন। মূল কথা, একজন সহশিল্পী হিসেবে অপূর্ব ভাইয়া অসাধারণ। কোথাও আটকে গেলাম কিংবা বুঝে উঠতে পারছি নাÑ সে ক্ষেত্রেও অপূর্ব ভাইয়া সহযোগিতা করেন। মিস্টার কুল নাটকটি দর্শকের ভালোলাগবে আশা করছি।’ আগামী ঈদে বাংলা ভিশনে নাটকটি প্রচার হবে। এ দিকে গেলো ২৭ জুন ছিল অপূর্ব তার ছেলে আয়াশের জন্মদিন। জন্মদিনের একটি বিশেষ সময় বাবা ও ছেলে একসাথে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। তাসনিয়া ফারিণ বেশ কিছু দিন লন্ডনে ছিলেন তার প্রথম সিনেমার শুটিং নিয়ে। অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ তার অভিনীত প্রথম সিনেমা। সিনেমাটি নিয়ে ফারিণ ভীষণ আশাবাদী। এরই মধ্যে ফারিণ শেষ করেছেন সৈয়দ আহমেদ সাওকীর ওয়েব ফিল্ম ‘কারাগার’-এর কাজ। এবারের ঈদে শিহাব শাহীন, মেহেদী হাসান জনি, মোস্তফা কামাল রাজ, মিফতাহ আনানসহ বেশ কয়েকজন পরিচালকের নাটকে তাকে দেখা যাবে।


আরো সংবাদ



premium cement
মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত

সকল