১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


দুই যুগ পেরিয়ে ইন্তেখাব দিনার

দুই যুগ পেরিয়ে ইন্তেখাব দিনার -

ইন্তেখাব দিনার- মঞ্চ, টিভি, সিনেমার দাপুটে অভিনেতা। অভিনয়ের শুরুটা হয়েছিল তার মঞ্চনাটক দিয়ে। ১৯৯৭ সালে গাজী রাকায়েতের রচনায় ও সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় বিপাশা হায়াতের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে ইন্তেখাব দিনারের যাত্রা শুরু হয়। মূলত দিনার তখন মঞ্চনাটকেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। কিন্তু গাজী রাকায়েতের প্রবল আগ্রহে দিনার ‘গোর’ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে ১৩ জন পরিচালকের পরিচালনায় নির্মিত বহুল জনপ্রিয় ধারাবাহিক নাটকে ‘বন্ধন’ অভিনয় করে মূলত আলোচনায় আসেন ইন্তেখাব দিনার। এরপর থেকে আজ অবধি অভিনই করে যাচ্ছেন। দীর্ঘ দুই যুগের অভিনয়ের দুনিয়ায় পথচলায় তিনি নিজেকে পরিণত করেছেন এ দেশের কোটি কোটি মানুষের দর্শকপ্রিয় অভিনেতা, নিজেও নিজেকে অভিনয়ে পরিপূর্ণ করে তোলার চেষ্টায় মত্ত প্রতিনিয়ত। ইন্তেখাব দিনার অভিনীত বহু দর্শকপ্রিয় নাটক রয়েছে। সিনেমার দুনিয়ায় তার পথচলা শুরু হয় প্রয়াত বাদল রহমান পরিচালিত ‘ছানা ও মুক্তিযুদ্ধ’তে অভিনয় করে। পরবর্তীতে দিনারকে ‘জয়যাত্রা’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘বৃহন্নলা’, ‘ফিরে এসো বেহুলা’, ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সিনেমাতেও তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের চিঠি’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। গতকাল থেকে দিনার রায়হান খানের রচনা ও পরিচালনায় ‘দৌড়’ নামক একটি ওয়েব সিরিজে কাজ করছেন।


আরো সংবাদ



premium cement