২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সোহেল তাজের ‘হটলাইন কমান্ডো’

-

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজীম আহমেদ সোহেল তাজের টিভি রিয়েলিটি শো ‘হটলাইন কমান্ডো’ টিভি অনুষ্ঠানে এক নতুন সংযোগ। অনুষ্ঠানটির মাত্র দুই পর্ব প্রচার হলেও ব্যতিক্রম এক আয়োজনের জন্য অনুষ্ঠানটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। ‘হটলাইন কমান্ডো’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। ‘হটলাইন কমান্ডো’র দ্বিতীয় পর্ব প্রচার হয় ১৫ অক্টোবর রাত ৮টায় আরটিভিতে। ‘অর্পণার মিষ্টি মুখ’ শিরোনামের এ পর্বে সুগার বা চিনি আসক্তির নেতিবাচক দিক ও এ থেকে মুক্তির উপায় তুলে ধরা হয়। এই পর্বে সুগারম্যান রূপে দেখা যায় সাংবাদিক ও মাইম শিল্পী নিথর মাহবুবকে। নিথর মাহবুব বলেন, ‘যেহেতু অনেক বিখ্যাত মানুষের অনুষ্ঠান তাই অনেক দিন ধরেই অনুষ্ঠানটি নিয়ে আলোচনা শুনছিলাম। আমি হঠাৎ করেই এই অনুষ্ঠানে কাজ করার জন্য ডাক পাই। একটি পর্বে কাজ করেছি। পরিচালক জানিয়েছেন, সামনে এই অনুষ্ঠানে আমার আরো কাজ করার সম্ভাবনা আছে। তবে এই এক পর্বেই ব্যাপক সাড়া পেয়েছি। ফেসবুকের ম্যাসেঞ্জারে, ফোনে অনেকেই আমার কাছে অনুষ্ঠানটির প্রশংসা করেছে। যেখানেই যাচ্ছি সেখানেই পরিচিতজনেরা অনুষ্ঠানটি নিয়ে আমার সাথে আলোচনা করছে। আমার মনে হচ্ছে অনেক মানুষ অনুষ্ঠানটি দেখছে।’ হটলাইন কমান্ডো অনুষ্ঠানটি নির্মাণ করছে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস এজেন্সি কারুজ কমিউনিকেশনস।

 


আরো সংবাদ



premium cement