২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এক সময়ের সফল জুটি তারা

-

অমিত হাসান-শাবনূর, দুই পরিবারের দু’জন মানুষ হলেও দীর্ঘদিন ধরে তারা দু’জনই চলচ্চিত্র পরিবারের সদস্য, আবার দু’জনের মধ্যে শুরু থেকেই পারিবারিক সম্পর্কটা বেশ দৃঢ়। অমিত হাসানের দুই কন্যা লামিসা ও নামিরাকেও শাবনূর খুব ¯েœহ করেন, ভালোবাসেন। আবার শাবনূরের একমাত্র ছেলে আইজেনকে অমিত ও তার স্ত্রী লাবণী ভীষণ আদর করেন। এই যে দুটো ভিন্ন পরিবারের পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের আদান প্রদান এটা শুরু থেকেই ছিল বলে জানান শাবনূর। শাবনূর বলেন, ‘আমি যখন থেকে চলচ্চিত্রে কাজ শুরু করেছি তখন থেকে কিভাবে যেন আমি আর অমিত একই এলাকার বাসিন্দা হয়েই থেকেছি। আমার বিপদে আপদে অমিত, অমিতের স্ত্রী লাবণী আমার পাশে এসে দাঁড়ায় সবসময়। অনুরূপভাবে অমিত বা লাবণী কোনো কাজে আমাকে ফোন করলে আমি পাশে থাকার চেষ্টা করি। আমি অমিত সহশিল্পী বা ভালো বন্ধু, তার বাইরে আমি মনে করি আমরা একই পরিবারের। এই একই পরিবারের হয়ে ওঠাটা কিন্তু একদিনের নয়। বলা যায় প্রায় দুই যুগের। দুই যুগটা বলা হয় তো খুব সহজ। কিন্তু সময়টা পেরিয়ে আসা, সম্পর্কটা লালন করে এগিয়ে যাওয়া অনেক কঠিন চ্যালেঞ্জিং। আবার এটাও সত্য আন্তরিক হলেই তা সম্ভব। আমার এবং অমিতের পরিবারের মধ্যে সেই আন্তরিকতাটা আছে।’ অমিত হাসান বলেন, ‘শাবনূর আমার খুব ভালো বন্ধু, তবে আমার চেয়ে আমার স্ত্রী লাবণীই শাবনূরের সবচেয়ে ঘনিষ্ঠ। তার অনেক কথা আমার চেয়ে আমার স্ত্রীর কাছে শাবনূর শেয়ার করে বেশি। আমরা সুখে দুঃখে একে অন্যের পাশে থাকি।’ এ দিকে আজ অমিত হাসানের জন্মদিন। সপরিবারে ভারতে বেড়াতে গিয়েছিলেন তিনি। আজ সন্ধ্যায় ঢাকায় ফিরবেন অমিত। শাবনূরের সঙ্গে জুটি হয়ে অমিত হাসান প্রথম অভিনয় করেন এহতেশাম পরিচালিত ‘সৈনিক’ চলচ্চিত্রে। এরপর তাদের দু’জনকে দেখা গেছে আবিদ হাসান বাদলের ‘আত্মসাৎ’,‘বিদ্রোহী প্রেমিক’, ‘পাগলীর প্রেম’, ‘তুমি শুধু তুমি’, মোতালেব হোসেনের ‘স্ত্রী হত্যা’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘চিরঋণী’, শিল্পী চক্রবর্তীর ‘উজান ভাটি’, ‘বিনি সুতার মালা’, ওয়াকিল আহমেদ’-এর ‘ভুলো না আমায়’, শাহআলম কিরণের ‘শেষ ঠিকানা’, শিল্পী চক্রবর্তীর ‘তোমার জন্য পাগল’। শাবনূর প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘মানুষ হিসেবে শাবনূর খুব ভালো মনের একজন মানুষ। তার রয়েছে শিশুসুলভ এক মন। আর একজন আর্টিস্ট হিসেবে সুপার ট্যালেন্টেড একজন আর্টিস্টÑ এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সহশিল্পী হিসেবে দারুণ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার সাথে করা প্রতিটি চলচ্চিত্রই আমার জন্য ছিল অনেক ভালোলাগার। প্রতিটি চলচ্চিত্রের জন্য এখনো সাড়া পাই।’ শাবনূর বলেন, ‘অমিত আমার চলচ্চিত্রের বন্ধু, পারিবারিক বন্ধু। যখন থেকে অমিতের সাথে কাজ করি তখন থেকেই আমার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব। দেখা যেত যে, আমরা যেকোনো বিষয় নিয়ে সেটে ঝগড়া করেছি, আবার কিছুক্ষণ পর মিলেও গেছি। অমিত খুব ভালো একজন অভিনেতা, সহশিল্পী হিসেবে সময়টাকে উপভোগ্য করে তোলার মতো একজন সত্যিকারের বন্ধু। ’ শাবনূর মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ চলচ্চিত্রে সুদীপ কুমার দীপের লেখা শ্রী প্রীতমের সুর সঙ্গীতে প্লে-ব্যাক করেছেন। এই চলচ্চিত্রের বেশির ভাগ কাজই শেষ হয়েছে।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত

সকল