২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


নাটকে মিথিলা-ইরফান

-

ছোটপর্দার প্রিয় মুখ নন্দিত মডেল ও অভিনেত্রী মিথিলা তার চাকরির ব্যস্ততার কারণে অভিনয়ে নিয়মিত সময় দিতে পারেন না। তবে বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে চেষ্টা করেন তিনি, বিশেষ করে ছুটির দিনগুলোর সময়টাকে অভিনয়ে কাজে লাগাতে। সেই চেষ্টারই প্রতিফলন হিসেবে এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন মিথিলা। এর আগে একটি বিজ্ঞাপনে একসাথে কাজ করেছিলেন মিথিলা ও ছোটপর্দার এই সময়ের আলোচিত অভিনেতা ইরফান সাজ্জাদ। এবারই প্রথম তারা দু’জন একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ছোট পাখি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। চলতি সপ্তাহের শুরুতেই নাটকটির নির্মাণের কাজ শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন আলফা আই প্রোডাকশনের কর্ণধার শাহরিয়ার শাকিল। নাটকটির গল্প প্রসঙ্গে গৌতম কৈরী বলেন, ‘ছোট পাখি একটি পারিবারিক গল্পের নাটক। এই নাটকের গল্পে মিথিলা ও ইরফান সাজ্জাদ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে আছে মা, ভাইবোন। আমাদের আধুনিক সামাজিক জীবনে স্বামী-স্ত্রী যে ভেতর থেকে অসুখী জীবনযাপন করছে, তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে অবশ্যই তার একটি সুন্দর সমাধানও আছে। নির্মাতা হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি তা তুলে ধরার চেষ্টা করেছি।’ এর আগে ইরফান সাজ্জাদ গৌতম কৈরীর নির্দেশনায় অভিনয় করলেও এবারই প্রথম মিথিলা কৈরীর নির্দেশনায় অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘গৌতম ও সাজ্জাদের সাথে এবারই আমার প্রথম কাজ করা। শুটিংয়ের সময়টাকে দু’জনের মধ্যেই সহযোগিতার মনোভাবটা পেয়েছি। নিঃসন্দেহে কৈরী একজন ভালো নির্মাতা এবং অবশ্যই সাজ্জাদ একজন ভালো অভিনেতা। আমরা সবাই একটি ভালো টিম হয়ে কাজ করেছি, যার ছাপ অবশ্যই দর্শক ছোট পাখি নাটকে দেখতে পাবেন।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘এর আগেও গৌতম কৈরীর নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। তবে নাটকে সহশিল্পী হিসেবে এবারই প্রথম মিথিলার সাথে আমার কাজ করা। অভিনেত্রী হিসেবে মিথিলা পারফেক্ট একজন অভিনেত্রী। একজন মানুষ হিসেবে, সহশিল্পী হিসেবে তাকে আমি ভীষণ পছন্দ করি। বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশ তৈরি করে তিনি কাজকে সহজ করে তোলার চেষ্টা করেন; যে কারণে কাজও অনেক ভালো হয়। ছোট পাখিতে তার আর আমার রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে আশা করছি।’ আগামী ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে জানান নাটকটির প্রযোজক শাহরিয়ার শাকিল। এর আগে মিথিলা ও ইরফান সাজ্জাদ সজীব মাহমুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে একসাথে কাজ করেছিলেন। গৌতম কৈরীর নির্দেশনায় এর আগে ইরফান সাজ্জাদ ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ নাটকে অভিনয় করেছিলেন।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল