১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


মুক্তির জীবনে বড় প্রাপ্তি

-

বেশ কয়েক বছর আগে একটি সংগঠন থেকে শ্রেষ্ঠ নায়িকা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন টিভি পর্দার নন্দিত অভিনেত্রী আয়েশা সালমা মুক্তি। সদ্য প্রয়াত হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেয়েছিলেন। বাংলাদেশ সরকারের বর্তমান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের কাছ থেকে তিনি সেই শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেছিলেন। তবে তিনি তখন রাষ্ট্রপতি ছিলেন না। কিন্তু তারপরও এই পুরস্কারপ্রাপ্তিই ছিল মুক্তির অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মুক্তি বলেন, ‘সিনেমায় অভিনয়ের জন্য আমি বেশ কয়েক বছর আগে একটি সংগঠন কর্তৃক শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেয়েছিলাম। পুরস্কারটি আমি বর্তমান রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেছিলাম। আমার অভিনয় জীবনের এটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্মৃতিময় অধ্যায়। আমার বাসায় রাষ্ট্রপতির সাথে সেই মুহূর্তটি বিশেষভাবে ফ্রেমে বাঁধা আছে।’ এ দিকে আজ মুক্তির জন্মদিন। জন্মদিন উপলক্ষে তিনি কোনো শুটিং রাখেননি। পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গেই কাটবে তার এবারের জন্মদিন। মুক্তি বলেন, ‘জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। শুধু পরিবারের সবাইকে নিয়ে, বন্ধুবান্ধবদের নিয়ে বাসাতেই বিশেষভাবে সময় কাটাব। আর সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’ মুক্তি বৈশাখী টিভিতে প্রচার চলতি সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত মেগা সিরিয়াল ‘ছায়া বিবি’তে নিয়মিত অভিনয় করছেন। এরই মধ্যে তার অভিনীত রাকেশ বসু পরিচালিত ‘শেষ ভালো যার’ নাটকটি বিটিভিতে প্রচার শেষ হয়েছে। সর্বশেষ তিনি গেল বছর আনজাম মাসুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। কিছু দিন আগে মুক্তির প্রথম সিনেমা ‘তুমি আছো হৃদয়ে’র নির্মাতা হাছিবুল ইসলাম মিজান ইন্তেকাল করেন। এ নিয়ে ভীষণ মন খারাপ তার। মুক্তি বলেন, ‘মিজান ভাই হঠাৎ করে এভাবে চলে যাবেন ভাবতেও পারিনি। আমাদের কত পরিকল্পনা ছিল আবার একসাথে কাজ করার। সব থমকে গেল। দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’ মুক্তি অভিনীত সর্বশেষ সিনেমা শাহাদাৎ হোসেন লিটনের ‘জোর করে ভালোবাসা হয় না’। তিনি আশরাফ শিশিরের দীর্ঘ সিনেমা ‘আমরা একটি সিনেমা বানাবো’তেও কাজ করেছেন। এতে তিনি দুই বছর আগে কাজ করেছেন। এই সিনেমার শুটিং এখনো শেষ হয়নি।


আরো সংবাদ



premium cement
মার্কেটিং অফিসার পদে সিটি ব্যাংকে চাকরির সুযোগ নাজিরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে লিচু চাষ অগ্রাধিকার পাবে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ও আঞ্চলিক নিরাপত্তা ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ সৌদি গেলেন ২৮৭৬০ হজযাত্রী, আরো একজনের মৃত্যু এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা

সকল