১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ইউটিউবে মেহজাবিনের সাফল্য

-

নাট্যাঙ্গনের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনয় জীবনের অন্যরকম মাইলস্টোন পার করলেন গত ১৮ ডিসেম্বর শুরুর ঠিক প্রথম প্রহরেই। ১৭ ডিসেম্বর রাত ১২টায় মেহজাবিনের ইউটিউব চ্যানেল মেহজাবিন চৌধুরীর এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে। আর এরই মধ্য দিয়ে বাংলাদেশের টিভি অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম ইউটিউব থেকে শিগগিরই সিলভার প্লে-বাটন পেতে যাচ্ছেন। চলতি বছরের ১৭ অক্টোবর মেহজাবিন অনেকটাই শখের বশে জোভানের সাথে র্যাপিড ফায়ার স্যাগম্যান্টের একটি ভিডিও আপলোড করেছিলেন। ঝটপট প্রশ্ন চটপট উত্তর এমন একটি ভিডিও শুরুতেই বেশ সাড়া ফেলে। এরপর একে একে মেহজাবিনের এই ইউটিউব চ্যানেলে র্যাপিড ফায়ার, টিকটক টো স্যাগম্যান্টে অভিনেতা মাহফুজ আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, ইরফান সাজ্জাদ, নাট্যনির্মাতা আশফাক নিপুণও অংশগ্রহণ করেন; যা মেহজাবিন তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। এ ছাড়া আরো ভিন্ন ভিন্ন ভিডিও মেহজাবিন তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। মূলকথা শুটিংয়ের ফাঁকে যতটুকু সময় পেয়েছেন তিনি, সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের ইউটিউব চ্যানেল ‘মেহজাবিন চৌধুরী’ ভিউয়ার্সদের কাছে যতটুকু পারেন পৌঁছানোর চেষ্টা করেছেন। যে কারণে মাত্র আড়াই মাসেই মেহজাবিনের ইউটিউব চ্যানেলে মেহজাবিন চৌধুরীর এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আনন্দিত, উচ্ছ্বসিত মেহজাবিন চৌধুরী। মেহজাবিন বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলটি যে ছোট্ট থেকে এভাবে একটা বড় কিছু হতে যাচ্ছে, হয়ে যাবেÑ এটা কিন্তু আমি শুরুতে ভাবতেও পারিনি। ছোট্ট একটি জায়গা থেকে বড় হয়ে গেল। অভিনেত্রীর পাশাপাশি এখন ইউটিউবারও হয়ে গেলাম। ভাবতে বেশ ভালোই লাগছে। তবে এটাও ঠিক এখন দায়িত্বও অনেক বেড়ে গেল। দেখতে দেখতে চ্যানেলটির এক লাখ সাবস্ক্রাইবার হলো। এখন ভালো কিছু পরিকল্পনা করেই এগিয়ে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য। এটা অভিনয়ের বাইরে আমার অন্যরকম এক সাফল্য। যে কারণে আমি অনেক বেশি আনন্দিত।’ মেহজাবিন গতকাল শেষ করেছেন সজীব মাহমুদের নির্দেশনায় ইরফান সাজ্জাদের সাথে শুভ্রা কাহন নাটকের কাজ। আজ তিনি মোহন আহমেদের নির্দেশনায় জোভানের বিপরীতে আরেকটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। এ দিকে গেল বিজয় দিবসে হাবিব শাকিল পরিচালিত বাবা আসবেন নাটকটি এনটিভিতে প্রচার হয়েছে। প্রচারের পর ব্যতিক্রম ঘরানার চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মেহজাবিন চৌধুরী। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন অরুণা বিশ্বাস।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল