১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ভোটারদের চাপ দেয়া হচ্ছে কিনা কূটনীতিকদের জানালেন সিইসি

কাজী হাবিবুল আউয়াল - ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ভোটারদের চাপ নয়; বরং ভোট দিতে আসতে বোঝানো হচ্ছে বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

‘কূটনীতিকরা ভোটের জন্য কাউকে চাপ দেয়া হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন? এর পক্ষে আমরা বলেছি, ভোট দিতে কাউকে কোনো ধরনের চাপ দেয়া হচ্ছে না। বরং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ প্রধান করা হচ্ছে।’ বলেন সিইসি।

তিনি আরো জানান, দ্বাদশ নির্বাচনের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিজিবি, র‍্যাব, আনসার, সেনা ও নৌ বাহিনীসহ প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে এবং থাকবে বলেও জানানো হয়।

ভোট গ্রহণের জন্য প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। যারা ভোট গ্রহণ করবেন। এ বিষয়েও কূটনীতিকদের জানানো হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা মনিটরের জন্য প্রায় ৩ হাজার ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন।

বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল