০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ঈদের পরেই বগুড়া-৬ আসনে নির্বাচন : ইসি সচিব

ঈদের পরেই বগুড়া-৬ আসনে নির্বাচন : ইসি সচিব - সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য বগুড়া-৬ আসনে আগামী মাসে ভোট করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ রোববার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।

একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শপথ না নেয়ায় আসনটি ৩০ এপ্রিল শূণ্য ঘোষণা করা হয়।

ইসি সচিব বলেন, ‘আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট করতে হয়। আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি। কমিশন সিদ্ধান্ত দিলে শিগশিরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

‘ঈদের পরপরই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জুনের মধ্যেই এ নির্বাচন করে ফেলতে চাই।’

বর্ষা মৌসুমে বৃষ্টির দাপট থাকায় জুলাইয়ের আগেই ভোট শেষ করার কথা জানান সচিব।

বিএনপির নারী আসন

ইসি সচিব জানান, বিএনপি পাঁচটি আসনের জন্য জাতীয় সংসদে একটি সংরক্ষিত মহিলা আসন পাবেন। এজন্য আগামী সাত দিনের মধ্যে দলটিকে নাম জানাতে বলা হবে।

তিনি বলেন, ‘এক্ষেত্রে প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন, সব কাগজ ঠিক আছে, তবে আমরা গেজেট প্রকাশ করব।’

ময়মনসিংহে ৬০% ভোটের আশা

ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ভোট শেষে প্রতিক্রিয়ায় ইসি সচিব সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “আমরা আশা করি, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। তারা খুব আনন্দের সঙ্গে ইভিএমে ভোট দিয়েছেন।”

তিনি জানান, এ সিটি নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি। কোনো কেন্দ্র বন্ধ হয়নি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আনন্দমুখর পরিবেশে ভোট শেষ হয়েছে।

‘১২৭টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এখন গণনা চলছে। আমি এ পর্যন্ত ৩০টি কেন্দ্রের ফলাফল জেনেছি। আশাকরি দ্রুতই ফলাফল দিতে পারবো’ বলেন সচিব।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটিু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রোববার ভোট হয় ময়মনসিংহে।


আরো সংবাদ



premium cement
রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি

সকল