কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ জুলাই
- বাকৃবি প্রতিনিধি
- ১১ জুলাই ২০২৪, ১৬:০৪
দেশের মোট নয়টি বিশ্ববিদ্যালয় নিয়ে আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছিল কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকায় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। তবে এ পরীক্ষা নিয়ে আগামী ১৫ জুলাই আলোচনায় বসবে আয়োজক কমিটি।
আলোচনা শেষেই জানা যাবে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সকল তথ্য।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভর্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভিসি অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান।
অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান আরো বলেন, ‘প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি বিদ্যমান। ক্লাস-পরীক্ষা, দাফতরিক ও প্রশাসনিক সকল কাজই বন্ধ আছে। এ পরিস্থিতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখনই কিছু বলা সম্ভব না। আগামী ১৫ জুলাই কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির অন্য সদস্যদের নিয়ে আলোচনায় বসা হবে। আলোচনার পরে সকলের মতামতের ভিত্তিতে পরীক্ষা-সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী, আগামী ২০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট নয়টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। এতে মোট আসন সংখ্যা তিন হাজার ৭১৮টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা