সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় গ্রুপের ফল প্রকাশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২৪, ১৫:৩৩
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা- চট্টগ্রাম বিভাগের ২১ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এবার তিনটি পার্বত্য জেলা ছাড়া এই দুই বিভাগের পরীক্ষায় মোট ২৩ হাজার ৫৭ জন উত্তীর্ণ হয়েছে।
আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মার্চে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা