১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
লাগামহীন নিত্যপণ্যের দাম

জনদুর্ভোগ চরমে

-

দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে সব ধরনের জিনিসপত্র বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে দেশের মুষ্টিমেয় ছাড়া বেশির ভাগ মানুষের জীবনমান তলানিতে গিয়ে ঠেকেছে। দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণের সংসার জীবন। কাটছাঁট করেও সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে তাদের। নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তবে এ নিয়ে সরকারি নীতিনির্ধারকরা খুব একটা চিন্তিত বলে মনে হয় না। তাদের হাবভাব দেখে তাই মনে হয়।
ভোগ্যপণ্য বিশেষ করে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সব শ্রেণীর মানুষ অসুবিধায় পড়লেও সীমিত আয়ের মানুষের জীবন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দিন দিন তারা সংসার চালানোর সক্ষমতা হারাচ্ছেন। তারপরও টনক নড়ছে না সরকারের নীতিনির্ধারকদের। সরকার ও সংশ্লিষ্টরা বারবার মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার কথা বললেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। যে কারণে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বলা ভালো, আয় না বেড়ে উল্টো ব্যয় বেড়ে যাওয়ায় তারা অসহায়।
কাঁচাবাজারের দর কেমন বেড়েছে তার আঁচ পাওয়া যায় বাজারে গেলে। রাজধানীর বাজারে গত শুক্রবার দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকায়। গত সপ্তাহে যার দাম ছিল ৮০-৯০ টাকা। আলুর দাম উঠেছে ৬৫ টাকা প্রতি কেজি, যা গত সপ্তাহের চেয়ে পাঁচ টাকা বেশি। কমেনি কাঁচামরিচের দাম, পণ্যটি বিক্রি হচ্ছে ২৪০-২৮০ টাকা কেজি দরে। করলা, বেগুন প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাকি সব সবজির দামও বাড়তি। প্রকৃতপক্ষে ৬০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। যে সবজি স্বল্প আয়ের মানুষের ভরসা ছিল, সেই সবজি এত দাম দিয়ে কিনে খাওয়া কঠিন হয়ে পড়েছে শ্রমজীবী থেকে নিম্নমধ্যবিত্ত শ্রেণীর। এখন অবস্থা এমন যে, দেশের বিশাল এই জনগোষ্ঠীর খাবারের তালিকায় যেকোনো ধরনের মাছ-গোশত রাখা যেন কল্পনা বিলাস ছাড়া অন্য কিছু নয়।
সবজি, মাছ-গোশতসহ সব ধরনের খাদ্যপণ্য উচ্চমূল্যে বিক্রি হওয়ায় সাধারণ মানুষের সংসার জীবনে বিপর্যয় নেমে এসেছে। দম বন্ধ করা এ অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজছেন সাধারণ মানুষ। তাদের এমন দুর্বিষহ জীবন থেকে মুক্তি এতে দিতে পারে জনবান্ধব রাষ্ট্রীয় ব্যবস্থা। কিন্তু তা এখনো সরকার দৃশ্যমান করতে পারেনি।
দেশে নিত্যপণ্যের দাম লাগামহীন বাড়লেও বাজার নিয়ন্ত্রণে সরকার যে ব্যবস্থা নিচ্ছে; সেসব কাজে আসছে না। কোনোভাবে ভোগ্যপণ্যের দামে লাগাম টানা সম্ভব হচ্ছে না সরকারের। আসলে বাজার-ব্যবস্থাপনায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এই সুযোগে দেশের একটি প্রভাবশালী ব্যবসায়ী চক্র যখন যেমন ইচ্ছা; নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে।
সরকারি নীতির কারণে আমাদের সামগ্রিক অর্থনীতিতে মন্দাভাব বিদ্যমান। এ পরিস্থিতির উত্তরণে সরকারের কোনো ব্যবস্থা এখন আর কার্যকর ফল দিচ্ছে বলে মনে হয় না। ঠিক সময়ে ঠিক পদক্ষেপ না নেয়া এর জন্য দায়ী। তাই খুব শিগগির নিত্যপণ্যের বাজারদর কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের জীবনে স্বস্তি সহসা ধরা দিচ্ছে না। কত দিন তাদের দ্রব্যমূল্যের চাপে থাকতে হবে তা বলা যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব : ভিসি ৪৭তম বিসিএসের আবেদনের নতুন সময় জানালো পিএসসি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল

সকল