১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এলপিজির দাম আরো কমলো

- ছবি : সংগৃহীত

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো কমলো। এবার ১২ কেজির সিলিন্ডারে ৩০ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ সোমবার এ ঘোষণা দেয় নিয়ন্ত্রণকারী সংস্থাটি। নতুন ঘোষিত দর আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, চলতি মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৩ টাকা।

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তবে সব জায়গায় তা কার্যকর হতে দেখা যায় না।

এর আগের দুই মাসেও এলপিজির দাম কমেছিল। গত মাসে তা কমেছিল ৪৯ টাকা।

গত এপ্রিলে দাম ছিল ১ হাজার ৩৯৩ টাকা।


আরো সংবাদ



premium cement