১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের বাজারে এলো এইচপি’র নতুন স্মার্ট ট্যাংক প্রিন্টার

বাংলাদেশের বাজারে এলো এইচপি’র নতুন স্মার্ট ট্যাংক প্রিন্টার - ছবি: সংগৃহীত

ব্যক্তিগত বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে প্রতিদিনের প্রয়োজন মেটাতে দেশের বাজারে এইচপি নিয়ে এলো স্মার্ট ট্যাংক প্রিন্টার। ক্রেতাদের জন্য সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন এই প্রিন্টারে।

সহজ ব্যবহার, স্মার্ট ফিচার ও উন্নত সংযোগ পদ্বতি নিয়ে এইচপি’র নতুন এই প্রিন্টার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাজ আরো সহজ করবে। স্মার্ট অ্যাডভান্স ফিচার ও স্মার্ট অ্যাপ ব্যবহারে প্রিন্টারটিতে রয়েছে সেল্ফ হিলিং ওয়াইফাই সক্ষমতা ও উন্নত মোবিলিটি সুবিধা।

এছাড়া একবার কালি রিফিলে সাদাকালো বা রঙিন ছয় হাজারের বেশি পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম এই প্রিন্টার। এতে ব্যবহৃত হয়েছে ইংক ট্যাংক প্রযুক্তি যা কালি শেষ হওয়ার আগে ব্যবহারকারিকে সতর্ক করবে। শুধু তাই নয়, নির্দিষ্ট মডেলগুলোতে রয়েছে ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধা অর্থাৎ প্রিন্টারটি একইসাথে উভয় পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম।

ইন্ডিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এইচপি’র প্রিন্টিং সিস্টেমের সিনিয়র ডিরেক্টর সুনিশ রাঘবন বলেন, ‘দৈনন্দিন কাজ আরো সহজ করবে এমন একটি প্রিন্টারের অপেক্ষায় ছিলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। সহজে ব্যবহারযোগ্য, নির্বিঘ্নে কানেক্ট করা যায় ও প্রতিস্থাপনে অল্প জায়গা নেবে এমন প্রিন্টার নির্বাচনে উদ্যোক্তাদের দ্বিধায় পড়তে হতো। তাদের চাহিদা পুরণ করতে ও ক্রয়ক্ষমতার মধ্যে এই নির্ভরযোগ্য প্রিন্টার নিয়ে এসেছে এইচপি। প্রিন্টারটি ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও ব্যক্তিগত চাহিদা পূরণ করবে বলে আমি আশাবাদী।’

এইচপির স্মার্ট ট্যাংক প্রিন্টারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সহজ ব্যবহার পদ্ধতি। স্মার্ট গাইড বাটন ও এইচপি’র প্রিন্ট অ্যাপ ব্যবহারে দৈনন্দিন প্রিন্টিং, কপি, স্ক্যান ও ফ্যাক্সের কাজ আরো সহজ করবে স্মার্ট ট্যাংক প্রিন্টার। এতে রয়েছে অটোমেটিক আইডি ডিটেক্ট সুবিধা এবং প্রিন্টিংয়ের ক্ষেত্রে রয়েছে আইডি কপি বাটন। এছাড়া আরো থাকছে সেল্ফ হিলিং ওয়াইফাই, স্মার্ট অ্যাপ ও স্মার্ট অ্যাডভান্স ফিচার। নিরাপত্তার কথা মাথায় রেখে স্মার্ট ট্যাংক প্রিন্টারে ব্যবহৃত হয়েছে এইচপি ওলফ এসেনশিয়াল সিকিউরিটি।

সাশ্রয় ও খরচ নিয়ে যারা চিন্তা করেন তাদের কাছে স্মার্ট ট্যাংক প্রিন্টার হতে পারে আদর্শ। শুধু তাই নয়, নির্দিষ্ট মডেলগুলোতে রয়েছে ডুপ্লেক্স প্রিন্টিং তথা একইসাথে উভয় পৃষ্ঠা প্রিন্ট করার সুবিধা। স্মার্ট ট্যাংক প্রিন্টারগুলো পরিবেশবান্ধব ইপিইএটি সিলভার ও এনার্জি স্টার স্বীকৃত। এছাড়া পূর্বে ব্যবহার করা প্রিন্টারের ৪৫ ভাগ যন্ত্রাংশ দিয়ে নতুন এই প্রিন্টারগুলো তৈরি করা হয়েছে। এতে বিদ্যুৎ সাশ্রয় করতে ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় অফ-অন প্রযুক্তি। এক বছরের ওয়ারেন্টির পাশাপাশি স্মার্ট ট্যাংক প্রিন্টারের নির্দিষ্ট মডেলে থাকছে অতিরিক্ত আরো এক বছর ওয়ারেন্টি সুবিধা। যারা প্রিন্টারের কালি হঠাৎ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য এতে রয়েছে আকর্ষণীয় এক প্রযুক্তি, যা প্রিন্টারের কালি শেষ হওয়ার আগে ব্যবহারকারীকে সঙ্কেত দেবে।

‘এইচপি স্মার্ট ট্যাংক ৫২০ অল ইন ওয়ান’, ‘এইচপি স্মার্ট ট্যাংক ৫৮০ ওয়্যারলেস অল ইন ওয়ান’, ‘এইচপি স্মার্ট ট্যাংক ৬৭০ অল ইন ওয়ান’ ও ‘এইচপি স্মার্ট ট্যাংক ৭৫০ অল ইন ওয়ান’ এই ৪ মডেলের স্মার্ট ট্যাংক প্রিন্টার বাজারে পাওয়া যাচ্ছে। এই প্রিন্টারের বিভিন্ন মডেলের দাম শুরু হয়েছে ২০ হাজার টাকা থেকে। প্রিন্টারটি সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন যেকোনো নিকটস্থ এইচপি অনুমোদিত পার্টনার স্টোরে।

এইচপি সম্পর্কে
এইচপি ইনকর্পোরেশন (NYSE : HPQ) সবসময় জীবনকে উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের তৈরি প্রিন্টার, পিসি, মোবাইল ডিভাইস, সল্যুশনস এবং আনুসাঙ্গিক সেবাসমূহের পোর্টফোলিওর মাধ্যমে আমরা বিশ্বব্যাপী দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করি।

প্রিন্টারটি ব্যবহারে হাই-কানেক্টিভিটি ও মানসম্মত প্রিন্টিং পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.hp.com
www.hp.com

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম

সকল