আগামী বাজেটে কালো টাকা সাদা করার বিধান রাখা নিয়ে সংকোচে অর্থ প্রতিমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ মে ২০২৪, ২৩:৩৪
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন, চলতি বিদায়ী অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে কালো টাকা সাদা করার বিধান থাকলে আগামী বাজেটে (২০২৪-২৫ অর্থবছরের) কালো টাকা সাদা করার বিধান রাখার সম্ভাবনা থাকত।
বৃহস্পতিবার (৯ মে) সংসদে এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন,‘গত বাজেটে (চলতি অর্থবছর) এ বিধান থাকলে আগামী বাজেটেও এই বিধান রাখার সম্ভাবনা রয়েছে।’
অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর অনুপস্থিতিতে সংসদে সোহরাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেট প্রণয়ন পর্যায়ে রয়েছে এবং অপ্রদর্শিত অর্থ বৈধ করার এই বিকল্পটি এখন পর্যন্ত প্রস্তাবিত বাজেটে রয়েছে কিনা তা তিনি জানেন না।
তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেটে আছে কিনা তা এই মুহূর্তে বলতে পারছি না। এই মুহূর্তে বলা সম্ভব নয়। বাজেট প্রস্তাব এখনও চূড়ান্ত হওয়ার কাজ চলছে। এক বাজেটে যদি অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকে, আগামী বাজেটেও সেই সম্ভাবনা রয়েছে।’
বাজেট বা চলতি অর্থবছরে এই বিধান বাদ দেয়া হয়েছে। তবে বর্তমানে নিয়মিত করের হারের উপরে অতিরিক্ত কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করা যায়।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা