জ্বালানি সহযোগিতার পথে রয়েছে বাংলাদেশ-থাইল্যান্ড : প্রতিমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ এপ্রিল ২০২৪, ২২:২১
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সহযোগিতা বাড়াতে ঢাকা ও ব্যাংককের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোরকে তিনি বলেন, ‘আমরা আশা করছি শিগগিরই চুক্তি সই হবে। জ্বালানি খাতে এই সহযোগিতা অর্থনৈতিক, শিল্প ও সামাজিক খাতে সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।’
গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান এবং এলএনজি সরবরাহে তার দেশের বিনিয়োগের আগ্রহের কথা ব্যক্ত করেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত।
প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে এ বিষয়ে সহায়তা করার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।
নসরুল হামিদ থাই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ জ্বালানি খাতে সব ধরনের বিনিয়োগকে উৎসাহিত করবে।
তিনি বলেন, ‘আমরা থাইল্যান্ডের পিটিটি গ্লোবাল এলএনজি কোম্পানি লিমিটেডের আগ্রহকে স্বাগত জানাই। এলএনজি সরবরাহে আমরা ট্রেডিং কোম্পানি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে থাকি।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা