১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রেমালের প্রভাবে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস

নিচে যুক্ত অ্যানিমেশনটি মেঘের শীর্ষের তাপমাত্রা ও মেঘের ঘূর্ণনের দিক নির্দেশ করতেছে। যে স্থানের মেঘের তাপমাত্রা যত বেশি ঋণাত্মক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি উঁচু। মেঘ যত বেশি উঁচু হবে, সেই স্থানে তত বেশি বজ্রপাত হবে ও তত বেশি বৃষ্টিপাত হবে - ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমাল কেটে গেলেও তার প্রভাব রয়ে গেছে। এর জের ধরে দেশের বেশিভাগ এলাকায় আজ মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা শহরে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। কানাডাভিত্তিক আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পলাশ বলেন, মঙ্গলবার সারাদিন রাজশাহী, রংপুর, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ভারী থেকে খুবই ভারী বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ঢাকা মহানগরীতে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি পড়তে পারে।

তিনি বলেন, মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে পুরোপুরি বৃষ্টি থেমে যাওয়ার জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 


আরো সংবাদ



premium cement