১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতের ঋণসহায়তায় আধুনিকায়ন হচ্ছে চট্টগ্রামের সড়কবাতির

- ছবি : সংগৃহীত

ভারতের ঋণসহায়তায় আধুনিকায়ন হচ্ছে চট্টগ্রামের সড়কবাতি। প্রকল্পের কাজ পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান সাপুর্জি পালোনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড।

আজ শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রকল্প অনুমোদনের প্রায় পাঁচ বছর পর ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

আজ সন্ধ্যায় চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু বে ভিউয়ের মেজবান হলে ‘স্মার্ট লাইটিং-দ্য ফাউন্ডেশন অব ফিউচার স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

প্রকল্পটির আওতায় নগরের ৪১ ওয়ার্ডে ৪৬৬ দশমিক ৭৪ কিলোমিটার সড়কে ২০ হাজার ৬০০টি এলইডি বাতি স্থাপন করা হবে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বর্ধিত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement