১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ থেকে অভিবাসন নিরাপদ-সুশৃঙ্খল করতে ইতালি প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রদূত

বাংলাদেশ থেকে অভিবাসন নিরাপদ-সুশৃঙ্খল করতে ইতালি প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রদূত - সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেছেন, বাংলাদেশ থেকে ইতালিতে নির্বিঘ্নে অভিবাসনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টির কারণগুলোর মধ্যে অন্যতম হলো ভুয়া কাগজপত্রসহ ভিসা আবেদন এবং মধ্যস্থতাকারীদের সাথে মোটা অঙ্কের অবৈধ অর্থ লেনদেনের চর্চা।

ইউএনবিসহ তিনটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ। রোমে আমাদের কর্তৃপক্ষ এবং দূতাবাস বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসনকে আরো নিরাপদ ও সুশৃঙ্খল করতে অঙ্গীকারাবদ্ধ।’

রাষ্ট্রদূত সবাইকে বিশ্বস্ত অংশীদারদের ওপর আস্থা রাখতে উৎসাহিত করেন। একইসাথে অভিবাসী ও শ্রমিকদের নিশ্চিত করতে হবে যে তারা কোথায় কাজ করতে যাচ্ছেন, কোন ধরনের কাজ, কোন পরিস্থিতিতে এবং ইতালির কোন শহরে। ‘এটা খুবই গুরুত্বপূর্ণ’ বলেও উল্লেখ করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম দেশ ইতালিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি এক্ষেত্রে একটি শক্তিশালী আকর্ষণ হতে পারে। এটি ইতালির কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখছে এবং ২০২২ সালে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো আহরণের মাধ্যমে বাংলাদেশের রেমিট্যান্সের একটি গুরুত্বপূর্ণ উৎস।

ভিসা প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণ ব্যাখ্যা করে রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, তাদের হিসাব অনুযায়ী প্রতি পাঁচটি আবেদনের মধ্যে একটিতে সমস্যাযুক্ত ও প্রয়োজনীয় নথির ঘাটতি রয়েছে।

তিনি বলেন, ‘ইতালিতে পাঠানোর ব্যবস্থা করতে মধ্যস্বতাকারীদেরকে অনেক বেশি টাকা দেয়ার প্রচলন আছে। এটি আসলে ইতালি এবং বাংলাদেশে একটি অবৈধ অনুশীলন।’

ইউএনবির প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, অনেক ক্ষেত্রে অভিবাসীরা এই অর্থ দেন এবং তারা জানেন না যে অর্থ কোথায় যাচ্ছে, তারা কী ধরনের কাজ করতে যাচ্ছেন এবং কোন সংস্থায় নিযুক্ত হতে যাচ্ছেন।

ইতালির রাষ্ট্রদূত বলেন, ‘তাই এই চর্চা বন্ধ করতে হবে। আর এটাই আমাদের ধীরগতির মূল কারণ। আর এটাই বাংলাদেশ থেকে ইতালিতে আমাদের অভিবাসনে সমস্যা হওয়ার মূল কারণ।’

তিনি বলেন, ওয়ার্ক ভিসা একটি ক্যাটাগরির এবং অন্যান্য ক্যাটাগরির ভিসা রয়েছে- ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টাডি ভিসা, ফ্যামিলি ভিসা ইত্যাদি ক্যাটাগরির সংখ্যাও বাড়ছে।

তিনি বলেন, ইতালিতে বাংলাদেশের কমিউনিটি বৃহত্তর এবং আরো সংহত হয়ে ওঠেঠে। এজন্য তাই পারিবারিক পুনর্মিলন, ব্যবসায়িক পর্যটন বা পারিবারিক ভ্রমণেও অনেক মানুষকে আকর্ষণ করে।

রাষ্ট্রদূত বলেন, ‘এই সবকিছু আমাদের দূতাবাসের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে এবং এটি বিলম্বের ফলও বটে। কারণ কাজের ভিসা গুরুত্বপূর্ণ, তবে এই অন্যান্য বিভাগগুলোও গুরুত্বপূর্ণ। আমাদের ভিসা অফিসকে সকল বিভাগের জন্য কাজ করতে হবে। সুতরাং, আমি স্বীকার করছি বিলম্ব হয়েছে এবং অবশ্যই, আমরা এই বিলম্বের জন্য জনগণের কাছে ক্ষমা চাইছি।’

তিনি বলেন, আবেদনকারীদের তাদের অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে কাউকে তাদের অর্থ দেয়ার সময় সতর্ক হওয়া উচিত এবং তাদের কেবল সরকারি সংস্থাগুলোর উল্লেখ করা উচিত। একইসাখথে মধ্যস্থতাকারী এবং দালালদের এই বিশাল পরিমাণ অর্থ দেয়া এড়ানো উচিত।

তিনি বলেন, ‘ভিসা প্রক্রিয়াকরণের জন্য আমাদের অফিসিয়াল এজেন্সি হলো ভিএফএস গ্লোবাল। ভিসা আবেদনের জন্য নথি সংগ্রহের জন্য একমাত্র তারাই অনুমোদিত। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অসুবিধার জন্য ভিএফএসের ত্রুটি নেই এমন অনেক কথা হয়েছে।
আলেসান্দ্রো বলেন, তারা প্রতিদিন যে সংখ্যক আবেদন গ্রহণ করতে পারে, তার একটি সীমা নির্ধারণ করে দেয়া আছে।’

তিনি আরো বলেন, ‘অন্যথায় আমরা এটি প্রক্রিয়া করতে পারি না। আর সে কারণেই নির্দিষ্ট সংখ্যা বা সীমা থাকায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মুশকিল। আর অবশ্যই এই নির্দিষ্ট সীমার মধ্যে অনেকে ঢুকতে পারে না।’

স্বাভাবিক পরিস্থিতিতে, ইতালির ভিসা সিস্টেম পাসপোর্টের সাথে কাজ করে এবং আবেদনকারী ভিএফএস গ্লোবালের মাধ্যমে পাসপোর্টটি জমা দেন। এরপর ভিএফএস গ্লোবাল এই আবেদনপত্র ও পাসপোর্ট দূতাবাসে নিয়ে আসে।

তিনি বলেন, ‘এখন আমরা আর পাসপোর্ট রাখছি না। এটি একটি ছাড় যা আমাদের সদর দফতর বাংলাদেশের জন্য অনুমোদন দিয়েছে। তাই ওয়ার্কিং ভিসার জন্য আবেদনকারীরা এখন শুধু পাসপোর্টের ফটোকপি জমা দেন। তারা পাসপোর্টটি তাদের সাথে রাখে, যাতে তারা ভ্রমণ করতে পারে এবং পাসপোর্টটি অন্যান্য কাজে ব্যবহার করতে পারে। আমরা এখন ভাবছি দূতাবাসে এই মুহূর্তে আমাদের যে পাসপোর্ট আছে, সেগুলো নিয়ে কী করা যায়।’

রাষ্ট্রদূত বলেন, ঝুলে থাকাগুলোর সমাধান করা এবং সকল আবেদনকারীর প্রক্রিয়া বা ব্যবস্থা করতে দূতাবাস বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘আমি আরো বলতে চাই যে ইতালিতে প্রবেশ বলতে কর্মরত অভিবাসীর জন্য চারটি পদক্ষেপ পার করতে হয়। এর প্রথমটি হলো একটি কোম্পানির স্পন্সরশিপ। দ্বিতীয়ত, ওয়ার্ক পারমিট, দূতাবাসের ভিসা এবং সবশেষটি হলো দেশটিতে প্রবেশ ও সীমান্তে অভিবাসন নিয়ন্ত্রণ।’

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, যারা স্পন্সরশিপ ও ওয়ার্ক পারমিট নিয়ে দুই ধাপ সম্পন্ন করেছেন, তারা ইতালি যাবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না।

তিনি বলেন, ‘আসলে ভুয়া স্পন্সরশিপ ও ওয়ার্কিং পারমিটসহ নানা কারণে তাদের অনেককেই বাতিল করা হয়। তাই চার ধাপ শেষ না হওয়া পর্যন্ত তাদের ইতালিতে প্রবেশ নিশ্চিত নয়।’

রাষ্ট্রদূত বলেন, ইতালিতে বাংলাদেশ কমিউনিটি ক্রমেই সুসংহত হচ্ছে। ‘আমি বলতে পেরে এবং স্বীকৃতি দিতে পেরে আনন্দিত, যে উদঘাটন করা সমস্যার ঘটনাগুলো কম এবং আপনার সম্প্রদায় সফলভাবে সংহত হয়েছে।’

তিনি জোর দিয়ে বলেন, ইতালিতে বাংলাদেশিদের কমিউনিটি একটি উপযুক্ত সম্প্রদায়, কারণ তারা কিছুদিন পরে নিজেদের পরিবারকে সঙ্গে নিয়ে আসতে পারে এবং তারা স্থায়ীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

রাষ্ট্রদূত বলেন, ‘এসবই এই সম্প্রদায়কে সফল করে তুলেছে। অনেক উদ্যোক্তা এবং তরুণ প্রজন্ম ইতালিতে জন্মগ্রহণ করেছে। সুতরাং এটি একটি খুব সফল সম্প্রদায় এবং আমাদের এটির উন্নয়নে কাজ চালিয়ে যাওয়া উচিত এবং অবৈধ পন্থা থেকে দূরে তা নিশ্চিত করা উচিত।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ডিএসইতে ১ ঘণ্টায় সূচক কমল ১০.৭১ পয়েন্ট রঙ তুলির আচড়ে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি আর ফেরা হলো না শহীদ রাকিবের গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন কুয়াকাটায় ইয়াবাসহ মাদককারারি গ্রেফতার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো : টবি ক্যাডম্যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশের অভিযান

সকল